গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ শনিবার সকাল ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এতে মহাসড়কটি ব্যবহারকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

শিল্প পুলিশ জানায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকার লেদু মোল্লা রোডে অবস্থিত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কারখানার সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ শুরু করেন। এতে দুই পাশে যান চলাচল ব্যাহত হয় এবং অফিসগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাঁদের বেতন আদায়ে সহযোগিতার আশ্বাস দেন। আশ্বাস পেয়ে সকাল ১০টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল সোয়া ১০টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এলএলএম প্রোগ্রাম, আবেদন জমা ২০ আগস্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ফল-২০২৫ সেশনে (সেপ্টেম্বর-ডিসেম্বর) এলএলএম ( প্রফেশনাল)  মাস্টার প্রোগ্রামে সংশোধিত ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রোগ্রামের ক্লাস শুক্রবার ও শনিবার ময়মনসিংহ শহরে অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা—
অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি এলএলবি (স্নাতক) অথবা  অনুমোদিত  আইন কলেজ থেকে এলএলবি  ডিগ্রি (পাস) থাকতে হবে।

কোর্সের মেয়াদ—
এলএলবি স্নাতক ডিগ্রিধারীদের জন্য এক বছর এবং এলএলবি ডিগ্রি (পাস) কোর্সধারীদের জন্য দুই বছর মেয়াদ ।

আবেদনের নিয়ম—
১. অফিস চলাকালীন সময়ে এক হাজার টাকা সোনালী ব্যাংকের (জাককানইবি) শাখায় নির্ধারিত হিসাব নম্বরে জমা দিয়ে অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
২. এ ছাড়াও বিকাশ ও নগদ অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিয়ে ই-মেইলের মাধ্যমে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে ।

আরও পড়ুনকানাডার ‘ম্যাককল ম্যাকবেইন’ স্কলারশিপ, মাসে ২৩০০ ডলার, আবাসনসহ নানা সুযোগ ৩ ঘণ্টা আগেআবেদনের তারিখ—

১. আবেদনপত্র জমার শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫ পর্যন্ত।
 ২. ভর্তি পরীক্ষার তারিখ: ২২ আগস্ট ২০২৫, শুক্রবার।
৩. ভর্তি পরীক্ষার স্থান: আইন ও বিচার বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

 # বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: 

সম্পর্কিত নিবন্ধ

  • রাজবাড়ীতে আড়াই কেজির ইলিশ ১৪ হাজার টাকায় বিক্রি
  • কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এলএলএম প্রোগ্রাম, আবেদন জমা ২০ আগস্ট