বন্দরে ইষ্ট টাউন আবাসিক প্রকল্প এলাকার তিনমত আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস  কর্তৃপক্ষ। 

সোমবার (১৯ মে) দুপুরে বন্দর উপজেলার  মদনপুর ইউনিয়নের ইষ্ট টাউন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির এর নেতৃত্বে এ  অভিযান পরিচালিত হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, অভিযানের সময় ৩ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় তিন শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও ২ টি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটর।পুণরায় অবৈধ সংযোগ স্থাপন বন্দে অবৈধ সংযোগের স্থলগুলো সিলগালা করে তিতাস কর্তৃপক্ষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির অবৈধ গ্যাস সংযোগকারি একজনকে দশ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িমানা আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমীর খাঁন, বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই ইদ্রিস, প্রকৌশলী শাহ্-আলম রনি এবং গ্যাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগন।###
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ  বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r

একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত  আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)। 
 

সম্পর্কিত নিবন্ধ