বন্দর আবাসিক প্রকল্পে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা
Published: 19th, May 2025 GMT
বন্দরে ইষ্ট টাউন আবাসিক প্রকল্প এলাকার তিনমত আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
সোমবার (১৯ মে) দুপুরে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ইষ্ট টাউন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, অভিযানের সময় ৩ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় তিন শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও ২ টি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটর।পুণরায় অবৈধ সংযোগ স্থাপন বন্দে অবৈধ সংযোগের স্থলগুলো সিলগালা করে তিতাস কর্তৃপক্ষ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির অবৈধ গ্যাস সংযোগকারি একজনকে দশ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িমানা আদায় করেন।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমীর খাঁন, বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই ইদ্রিস, প্রকৌশলী শাহ্-আলম রনি এবং গ্যাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগন।###
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
দেশে ফিরলেন ইতিহাস গড়া নারী ফুটবলাররা
এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার পর দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। রোববার রাত পৌনে ২টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দল পৌঁছায়।
জানা গেছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে আফিদা-ঋতুপর্ণারা হাতিরঝিলের পথে রয়েছেন।
ঐতিহাসিক অর্জনের জন্য তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান।
মধ্যরাতে এমন আয়োজনের পেছনে রয়েছে সময়ের সীমাবদ্ধতা। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে পাড়ি জমাবেন। আরও তিনজন ফুটবলারও যাবেন দুদিন পর। তাই পুরো দল একসঙ্গে থাকতেই রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে।