কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশে মাটি কাটার কারণে সৃষ্টি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম জিহাদ হোসেন (৫) ও মো. রায়হান (৩)। তারা সম্পর্কে আপন মামা–ভাগনে।

শিশু জিহাদ ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জলিল মিয়ার ছেলে এবং তার ভাগনে রায়হান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার রুবেল মিয়ার ছেলে। রায়হান মায়ের সঙ্গে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ও মারা যাওয়া শিশুদের পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে জিহাদ ও রায়হান একসঙ্গে বাড়ির আঙিনায় খেলছিল। কিছু সময় পর তাদের আঙিনায় দেখতে না পেয়ে স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে সম্প্রতি মাটি কেটে তৈরি করা একটি গর্তে বৃষ্টিতে জমে থাকা পানিতে তাদের খোঁজ করলে সেখানে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহমিদা ইসলাম। তিনি বলেন, পানিতে পড়া দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনেরা। পরে তাদের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব র হ মণপ উপজ ল

এছাড়াও পড়ুন:

৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগ

৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ১৬২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ জুনের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না পেলে ওই তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন নিয়োগপ্রাপ্তরা। নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরি করতে ইচ্ছুক নন ধরে নিয়ে নিয়োগপত্র বাতিল করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পিএসসি ৪৩তম বিসিএসে ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করেছিল। সুপারিশের প্রায় ১০ মাস পর গত বছর ১৫ অক্টোবর ২ হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে গত ৩০ ডিসেম্বর আগের নিয়োগ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগবঞ্চিতদের আন্দোলনের মুখে মন্ত্রণালয় জানায়, নেতিবাচক গোয়েন্দা প্রতিবেদনের কারণে ৪৩তম বিসিএসে ২২৭ জনকে গেজেটভুক্ত করা হয়নি। অনুপযুক্তরা কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। মঙ্গলবার আবেদনকারীদের মধ্য থেকে ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন হলো।

সম্পর্কিত নিবন্ধ