পাঁচ বছর আগের ১৪ আগস্ট। করোনা মহামারি চলছিল বিশ্বজুড়ে। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ম্যাচগুলো তাই এক লেগে নামিয়ে আনা হয়। লিসবনে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেদিন ৮–২ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। জার্মান ক্লাবটির ডাগআউটে দাঁড়িয়ে ১৯৪৬ সালের পর প্রথমবারের মতো বার্সাকে ৮ গোল হজমের তেতো স্বাদ যিনি উপহার দিয়েছিলেন, সেই ভদ্রলোকের নাম হান্সি ফ্লিক।

সময় গড়িয়ে অনেক কিছুই বদলে যায়। সেই ফ্লিক এখন বার্সেলোনার ডাগআউটে। কাতালান ক্লাবটির কোচ হিসেবে এবার প্রথম মৌসুমেই জিতেছেন ঘরোয়া ‘ট্রেবল’—লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। চ্যাম্পিয়নস লিগে অবশ্য বিদায় নিতে হয়েছে সেমিফাইনাল থেকেই। তবে সব মিলিয়ে মৌসুমটা সফল হয়েছে বলেই সম্ভবত বার্সায় এই জার্মান কোচের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হলো গতকাল।

২০২৪ সালে মে মাসে দুই বছরের চুক্তিতে বার্সা কোচের দায়িত্ব নেন ফ্লিক। অর্থাৎ আগামী মৌসুমেও তাঁকে দেখা যেত বার্সার ডাগআউটে। কিন্তু ক্যাম্প ন্যুর ক্লাবটি সম্ভবত ফ্লিকের পারফরম্যান্সে এতটাই সন্তুষ্ট যে আগেভাগেই তাঁর চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে। ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর চুক্তিপত্রে সই করেছেন ফ্লিক।

বার্সার বিবৃতিতে ফ্লিকের প্রতি সেই সন্তুষ্টিরই প্রতিচ্ছবি, ‘হান্সি ফ্লিক তাঁর প্রথম মৌসুমেই বার্সা সমর্থকদের অনেক কারণে সুখী করেছেন; দলকে তিনি যে বিশ্বাস এনে দিয়েছেন, রূপকথার মতো ঘুরে দাঁড়ানো এবং শিরোপা জেতানোর জন্য। দায়িত্ব নিয়েই প্রথম মৌসুমে তিনি ক্লাবে রোমাঞ্চ তৈরি করেছেন এবং বার্সাকে আবারও ইউরোপে ভয়ংকর দল বানিয়েছেন।’

বার্সার ডাগআউটে ফ্লিকের প্রথম মৌসুম শেষ হতে চলেছে।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম ম স ম র ড গআউট র প রথম

এছাড়াও পড়ুন:

জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।

অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।

আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগে

এ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।

সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।

এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।

আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ