ইউরোপে ‘ভয়ংকর’ বার্সাকে ফিরিয়ে আনার প্রতিদান পেলেন ফ্লিক
Published: 22nd, May 2025 GMT
পাঁচ বছর আগের ১৪ আগস্ট। করোনা মহামারি চলছিল বিশ্বজুড়ে। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ম্যাচগুলো তাই এক লেগে নামিয়ে আনা হয়। লিসবনে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেদিন ৮–২ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। জার্মান ক্লাবটির ডাগআউটে দাঁড়িয়ে ১৯৪৬ সালের পর প্রথমবারের মতো বার্সাকে ৮ গোল হজমের তেতো স্বাদ যিনি উপহার দিয়েছিলেন, সেই ভদ্রলোকের নাম হান্সি ফ্লিক।
সময় গড়িয়ে অনেক কিছুই বদলে যায়। সেই ফ্লিক এখন বার্সেলোনার ডাগআউটে। কাতালান ক্লাবটির কোচ হিসেবে এবার প্রথম মৌসুমেই জিতেছেন ঘরোয়া ‘ট্রেবল’—লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। চ্যাম্পিয়নস লিগে অবশ্য বিদায় নিতে হয়েছে সেমিফাইনাল থেকেই। তবে সব মিলিয়ে মৌসুমটা সফল হয়েছে বলেই সম্ভবত বার্সায় এই জার্মান কোচের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হলো গতকাল।
২০২৪ সালে মে মাসে দুই বছরের চুক্তিতে বার্সা কোচের দায়িত্ব নেন ফ্লিক। অর্থাৎ আগামী মৌসুমেও তাঁকে দেখা যেত বার্সার ডাগআউটে। কিন্তু ক্যাম্প ন্যুর ক্লাবটি সম্ভবত ফ্লিকের পারফরম্যান্সে এতটাই সন্তুষ্ট যে আগেভাগেই তাঁর চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে। ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর চুক্তিপত্রে সই করেছেন ফ্লিক।
বার্সার বিবৃতিতে ফ্লিকের প্রতি সেই সন্তুষ্টিরই প্রতিচ্ছবি, ‘হান্সি ফ্লিক তাঁর প্রথম মৌসুমেই বার্সা সমর্থকদের অনেক কারণে সুখী করেছেন; দলকে তিনি যে বিশ্বাস এনে দিয়েছেন, রূপকথার মতো ঘুরে দাঁড়ানো এবং শিরোপা জেতানোর জন্য। দায়িত্ব নিয়েই প্রথম মৌসুমে তিনি ক্লাবে রোমাঞ্চ তৈরি করেছেন এবং বার্সাকে আবারও ইউরোপে ভয়ংকর দল বানিয়েছেন।’
বার্সার ডাগআউটে ফ্লিকের প্রথম মৌসুম শেষ হতে চলেছে।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম ম স ম র ড গআউট র প রথম
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫