ইউরোপে ‘ভয়ংকর’ বার্সাকে ফিরিয়ে আনার প্রতিদান পেলেন ফ্লিক
Published: 22nd, May 2025 GMT
পাঁচ বছর আগের ১৪ আগস্ট। করোনা মহামারি চলছিল বিশ্বজুড়ে। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ম্যাচগুলো তাই এক লেগে নামিয়ে আনা হয়। লিসবনে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেদিন ৮–২ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। জার্মান ক্লাবটির ডাগআউটে দাঁড়িয়ে ১৯৪৬ সালের পর প্রথমবারের মতো বার্সাকে ৮ গোল হজমের তেতো স্বাদ যিনি উপহার দিয়েছিলেন, সেই ভদ্রলোকের নাম হান্সি ফ্লিক।
সময় গড়িয়ে অনেক কিছুই বদলে যায়। সেই ফ্লিক এখন বার্সেলোনার ডাগআউটে। কাতালান ক্লাবটির কোচ হিসেবে এবার প্রথম মৌসুমেই জিতেছেন ঘরোয়া ‘ট্রেবল’—লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। চ্যাম্পিয়নস লিগে অবশ্য বিদায় নিতে হয়েছে সেমিফাইনাল থেকেই। তবে সব মিলিয়ে মৌসুমটা সফল হয়েছে বলেই সম্ভবত বার্সায় এই জার্মান কোচের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হলো গতকাল।
২০২৪ সালে মে মাসে দুই বছরের চুক্তিতে বার্সা কোচের দায়িত্ব নেন ফ্লিক। অর্থাৎ আগামী মৌসুমেও তাঁকে দেখা যেত বার্সার ডাগআউটে। কিন্তু ক্যাম্প ন্যুর ক্লাবটি সম্ভবত ফ্লিকের পারফরম্যান্সে এতটাই সন্তুষ্ট যে আগেভাগেই তাঁর চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে। ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর চুক্তিপত্রে সই করেছেন ফ্লিক।
বার্সার বিবৃতিতে ফ্লিকের প্রতি সেই সন্তুষ্টিরই প্রতিচ্ছবি, ‘হান্সি ফ্লিক তাঁর প্রথম মৌসুমেই বার্সা সমর্থকদের অনেক কারণে সুখী করেছেন; দলকে তিনি যে বিশ্বাস এনে দিয়েছেন, রূপকথার মতো ঘুরে দাঁড়ানো এবং শিরোপা জেতানোর জন্য। দায়িত্ব নিয়েই প্রথম মৌসুমে তিনি ক্লাবে রোমাঞ্চ তৈরি করেছেন এবং বার্সাকে আবারও ইউরোপে ভয়ংকর দল বানিয়েছেন।’
বার্সার ডাগআউটে ফ্লিকের প্রথম মৌসুম শেষ হতে চলেছে।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম ম স ম র ড গআউট র প রথম
এছাড়াও পড়ুন:
ক্লপ কি দিবালাদের কোচ হচ্ছেন, কী বললেন তাঁর এজেন্ট
২০২৩–২৪ মৌসুম শেষে লিভারপুল ছাড়েন ইয়ুর্গেন ক্লপ। সে সময় ক্লান্তির কারণে দায়িত্ব ছাড়ার কথা জানান লিভারপুলের পুনরুত্থানের এই নায়ক। লিভারপুল ছাড়ার পর কিছুদিন বিশ্রামেই ছিলেন ক্লপ। ২০২৪ সালের অক্টোবরে জানা যায়, আবার ফুটবলে ফিরতে যাচ্ছেন ক্লপ। তবে কোচ নয়, ক্লপ ফিরছেন রেড বুলের ‘হেড অব গ্লোবাল সকার’ হয়ে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই দায়িত্ব পালন করছেন তিনি।
এর মধ্যে কদিন আগে আবারও ক্লপের ডাগআউটে ফেরার গুঞ্জন শোনা যায়। ক্লপের সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যায় রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের কথা। ব্রাজিল অবশ্য কার্লো আনচেলত্তিকে এরই মধ্যে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এবং রিয়ালের সম্ভাব্য কোচ হিসেবে জাবি আলোনসোর যোগ দেওয়াও অনেকটা নিশ্চিত।
ফলে ক্লপের ডাগআউটে ফেরার গুঞ্জনটা গুঞ্জনই থেকে গেছে। সে সময় ক্লপের এজেন্ট মার্ক কোসিকে জোর দিয়ে জানান, এই মুহর্তে তাঁর ক্লায়েন্টের রিয়াল মাদ্রিদ বা ব্রাজিলের কোচ হয়ে ফেরার কোনো সম্ভাবনা নেই।
আরও পড়ুনইয়ুর্গেন ক্লপ: ব্ল্যাক ফরেস্টের সাধারণ একজন থেকে লিভারপুলের পুনরুত্থানের নায়ক১৮ মে ২০২৪এরপরও অবশ্য থামছে না ক্লপের কোচিংয়ে ফেরার গুঞ্জন। সম্প্রতি ইতালিয়ান সংবাদমাধ্যম লা স্টাম্পা জানায়, ক্লপ নিজের মন পরিবর্তন করেছেন এবং এএস রোমার কোচ হতে যাচ্ছেন।
রেড বুলের গ্লোবাল সকারের প্রধান ইয়ুর্গেন ক্লপ