শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেওয়ার পরদিন থেকেই অনুপস্থিত চিকিৎসক
Published: 28th, May 2025 GMT
গাজীপুর সদর হাসপাতাল থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে পদায়ন পেয়ে বদলি হন ডা. ফয়সাল আহমেদ। সেখানে যোগ দেওয়ার পরদিন থেকেই তিনি অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করলেও তিনি কোনো জবাব দেনটি।
ডা. ফয়সাল আহমেদ তার অনুপস্থিতির কারণ হিসেবে ঘাড়ের হাড় ক্ষয়জনিত ব্যথার কথা উল্লেখ করেছেন।
গাজীপুরের সিভিল সার্জন ডা.
আরো পড়ুন:
ময়মনসিংহে বিআরটিসি বাসের ধাক্কায় নিহত ৩
চক্ষু বিজ্ঞানের কর্মচারীদের সঙ্গে জুলাইয়ের আহতদের ধাক্কাধাক্কি
হাসপাতাল সূত্র জানায়, গত ৩ মে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন ডা. ফয়সাল আহমেদ। শ্রীপুরের মতো ব্যস্ত শিল্পাঞ্চলে রোগীর চাপ তুলনামূলকভাবে বেশি। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসকের অনুপস্থিতি রোগীদের দুর্ভোগ বাড়িয়ে তুলছে।
গত ৭ মে, ১২ মে এবং ১৮ মে- এই তিন তারিখে অনুপস্থিত থাকার কারণে ডা. ফয়সালকে শোকজ করা হয়। তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হলেও তিনি কোনো জবাব দেননি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, “প্রতিদিন প্রচুর রোগী আসেন। চিকিৎসক সংকট থাকলে রোগীদের সেবা দিতে আমরা হিমশিম খাই। একজন চিকিৎসকের অনুপস্থিতি আমাদের জন্য বড় ধাক্কা। ওই চিকিৎসককে শোকজ করা হলেও তিনি কোনো জবাব দেননি।”
ডা. ফয়সাল আহমেদ তার অনুপস্থিতির কারণ হিসেবে ঘাড়ের হাড় ক্ষয়জনিত ব্যথার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমাকে হুট করে শ্রীপুরে বদলি করা হয়েছে। এটা আমার প্রত্যাশার বাইরে। আমি জয়েন করেছি ঠিকই, কিন্তু শারীরিক সমস্যার কারণে কাজে যোগ দিতে পারছি না। সরকারের কাছে আবেদন করেছি, আশা করি সমাধান হবে।”
গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, “তিনি আমাকে মৌখিকভাবে জানিয়েছেন, পোস্টিং তার পছন্দ হয়নি। ডিজি মহোদয় দেশের বাইরে আছেন, তিনি ফিরলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছি।”
ঢাকা/রফিক/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ স ব স থ য কমপ ল ক স ফয়স ল আহম দ চ ক ৎসক উপজ ল
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।