চেলসিকে ইউরোপীয় ক্লাব ফুটবলে অন্যরকম এক পূর্ণতা এনে দিলো কনফারেন্স লিগ শিরোপা। চেলসি এখন উয়েফার চারটি প্রধান প্রতিযোগিতার সবকটির শিরোপাজয়ী প্রথম ক্লাব। বুধবার দিবাগত রাতে পোল্যান্ডের ভ্রোৎসওয়াফে অনুষ্ঠিত ফাইনালে রিয়াল বেতিসকে ৪-১ ব্যবধানে হারিয়ে এই ইতিহাস গড়েছে ইংলিশ জায়ান্টরা।

চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও সুপার কাপ আগেই জিতেছিল ব্লুজরা। এবার নতুন সংযোজন কনফারেন্স লিগ। ফলে একমাত্র ক্লাব হিসেবে উয়েফার প্রতিটি বড় ট্রফির স্বাদ পাওয়ার গর্বিত মর্যাদা এখন চেলসির।

ফাইনালের শুরুটা অবশ্য চেলসির জন্য ভালো ছিল না। ম্যাচের শুরুর দিকে রিয়াল বেতিস এগিয়ে যায় ইসকোর নিখুঁত পাস থেকে আব্দেস সামাদ এজালজোউলির গোলের মাধ্যমে। প্রথমার্ধে চেলসি মাঝমাঠে ছন্দ খুঁজে পাচ্ছিল না এবং গোলের সুযোগও তেমন তৈরি করতে পারেনি। তবে বিরতির পর একেবারে বদলে যায় ম্যাচের গতিপথ।

আরো পড়ুন:

মেসি-সুয়ারেজ জোড়ায় উড়ল ইন্টার মায়ামি

জিনেদিন জিদান: ফ্রান্সের ডাগআউটেই চোখ কিংবদন্তির

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই এনজো ফার্নান্দেজ, মইসেস কাইসেদো এবং তরুণ কোল পালমারের নেতৃত্বে চেলসির মাঝমাঠ প্রাণ ফিরে পায়। দ্রুত বল আদান-প্রদান ও পজিশনাল ফুটবলে চাপে ফেলে বেতিসের রক্ষণভাগকে। এনজো ফার্নান্দেজ সমতায় ফেরান দলকে, এরপর জ্যাকসন ও সানচো গোল করে লিড বড় করেন। যোগ করা সময়ে কাইসেদোর করা গোল ম্যাচের ফলাফল নিশ্চিত করে। সেই সঙ্গে ইকুয়েডোরিয়ান কোনো ফুটবলারের জন্য এটি উয়েফার শীর্ষ টুর্নামেন্টের ফাইনালে প্রথম গোল হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়।

চেলসির কোচ এনসো মারেস্কার জন্য এটি ছিল বড় সাফল্য। কারণ, এই মৌসুমই ছিল তার ক্লাবটির সঙ্গে প্রথম। গত কয়েক বছর ধরে ট্রফিহীন কাটানো চেলসির জন্য এই জয় আত্মবিশ্বাসের নতুন জ্বালানি হিসেবে কাজ করবে। একই সঙ্গে তারা নিশ্চিত করেছে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের আসনে নিজের জায়গাও।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ লস র র জন য ফ টবল প রথম

এছাড়াও পড়ুন:

উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারীদের সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি। ওই ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে মুরাদনগর থানা-পুলিশ।

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।

আরও পড়ুনমুরাদনগরে উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৩৫১৬ ঘণ্টা আগে

এর আগে গতকাল বুধবার বিকেলে উপজেলা সদরের আল্লাহু চত্বরে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে অনুষ্ঠিত হয়। অভিযোগ আছে, এ সময় স্থানীয় সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারীরা সেখানে হামলা চালান। পরে আসিফের অনুসারীদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৭ সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হন।

তবে আসিফ মাহমুদের অনুসারীদের দাবি, হামলায় তাঁদের পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের দাবি, আসিফের অনুসারীরা আওয়ামী লীগের লোকজনসহ হামলা চালিয়ে তাঁদের পক্ষের অন্তত ১৫ জনকে আহত করেছেন।

আজ সকালে আসিফ মাহমুদের অনুসারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বর্তমানে কার্যক্রম স্থগিত) মুরাদনগর উপজেলার আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। কায়কোবাদের লোকজন আমাদের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছেন। তাঁরা শুধু আমাদের ওপরই নয়, গণমাধ্যমকর্মীদের ওপরও নির্মমভাবে হামলা চালিয়েছেন। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। গতকালের হামলার ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। গতকাল আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’

আসিফের অনুসারীরা আওয়ামী লীগের লোকজন নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন অভিযোগ করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী গতকাল ছাত্রদলের প্রোগ্রাম ছিল। সেখানে তাঁরা (আসিফের অনুসারীরা) পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন। সবচেয়ে বড় সত্য হচ্ছে, মুরাদনগরে আসিফের অনুসারী বা এনসিপি নামে যাঁরা মাঠে আছেন, তাঁরা সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোক। গতকালের ঘটনায় আমাদের আহত নেতা-কর্মীরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনার পর আমরা পরবর্তী কর্মসূচি বা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

ওসি জাহিদুর রহমান বলেন, ‘অভিযোগ পেলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। এ ছাড়া কাউকে আটকও করা হয়নি, তবে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এ জন্য পুলিশ সতর্ক রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ