সৌরজগতের বাইরে থাকা নক্ষত্রগুলোর দূরত্ব কত
Published: 29th, May 2025 GMT
আমাদের সৌরজগতের বাইরে অগণিত গ্যালাক্সি রয়েছে। এসব গ্যালাক্সি কোটি কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা ও বিভিন্ন পদার্থে পরিপূর্ণ। পৃথিবী থেকে এসব গ্যালাক্সির দূরত্ব পরিমাপ করা জ্যোতির্বিজ্ঞানীদের জন্য বেশ কঠিন। বিভিন্ন নক্ষত্রের উজ্জ্বলতা একটি নির্দিষ্ট নিয়ম মেনে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। এদের স্পন্দনের সময়কাল তাদের প্রকৃত উজ্জ্বলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। আর তাই বিজ্ঞানীরা দূরবর্তী গ্যালাক্সিতে সেফেইড নক্ষত্র শনাক্ত করে তাদের স্পন্দনের সময়কাল পরিমাপ করেন এবং এর মাধ্যমে তাদের প্রকৃত উজ্জ্বলতা নির্ধারণ করেন। এরপর আপাত উজ্জ্বলতার সঙ্গে তুলনা করে গ্যালাক্সির দূরত্ব নির্ণয় করা হয়। এই পদ্ধতি কয়েক কোটি আলোকবর্ষ পর্যন্ত দূরত্ব মাপা সম্ভব। এ ছাড়া টাইপ আইএ সুপারনোভা কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সির দূরত্ব মাপার জন্য ব্যবহার করা হয়। আবার টালি-ফিশার রিলেশন পদ্ধতি সর্পিল গ্যালাক্সির দূরত্ব মাপার জন্য ব্যবহৃত হয়। সর্পিল গ্যালাক্সির ঘূর্ণন গতি তার মোট উজ্জ্বলতার সঙ্গে সম্পর্কিত। এ ছাড়া হাবলের নিয়ম ব্যবহার করে দূরবর্তী গ্যালাক্সির দূরত্ব মাপা হয়।
দূরত্ব পরিমাপের একক হিসেবে মিলিয়ন আলোকবর্ষ ব্যবহার করা হয়। এক মিলিয়ন আলোকবর্ষে আলো ১০ লাখ বছরে যে দূরত্ব অতিক্রম করে, তা প্রকাশ করে। আলোর গতিতে ভ্রমণ বর্তমান প্রযুক্তিতে বেশ অসম্ভব একটা কাজ বলা যায়। বিভিন্ন গ্যালাক্সির বিশাল দূরত্ব বিবেচনায় নিলে বিভিন্ন জায়গায় যেতে লাখ লাখ বছর লেগে যাবে।
অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি ২৫ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত, সেখানে আলোর গতিতে গেলেও ২৫ লাখ বছর সময় প্রয়োজন হবে। ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি ৩০ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত। আমাদের সৌরজগতের আশপাশে থাকা লার্জ ম্যাগেলানিক ক্লাউড গ্যালাক্সি ১ লাখ ৬৩ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত, আর তাই সেখানে যেতে ১ লাখ ৬৩ হাজার বছর লাগবে। আর স্মল ম্যাগেলানিক ক্লাউড ২ লাখ ৬ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। ফলে সেখানে যেতে ২ লাখ ৬ হাজার বছর সময় প্রয়োজন হবে।
আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির (ছায়াপথ) কেন্দ্রও প্রায় ২৬ হাজার ৫০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। ফলে আলোর গতিতে ভ্রমণ করলেও সেখানে যেতে আমাদের ২৬ হাজার ৫০০ বছর সময় লাগবে। এ ছাড়া সেন্টোরাস এ গ্যালাক্সি ১ কোটি ১০ লাখ থেকে ১৬ লাখ আলোকবর্ষ, বোডেস গ্যালাক্সি ১ কোটি ১২ লাখ ১২ আলোকবর্ষ, পিনহুইল গ্যালাক্সি ২ কোটি ১০ লাখ আলোকবর্ষ, ব্ল্যাক আই গ্যালাক্সি ১ কোটি ৭ লাখ আলোকবর্ষ ও সোম্বেরো গ্যালাক্সি ২ কোটি ৯০ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত।
সূত্র: অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অবস থ ত আম দ র ব যবহ
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।