২৩ বছরে টানা ২৭ ফাইনাল জয়ের পর ধারাটা অবশেষে ভাঙল
Published: 30th, May 2025 GMT
পোল্যান্ডের ভ্রৎসওয়াফে পরশু রাতে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেতিসকে ৪–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। মার্কিন ধনকুবের টড বোয়েলি মালিকানা কেনার পর এটিই ইংলিশ ক্লাবটির প্রথম ট্রফি।
কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাসও গড়েছে চেলসি। পুরুষদের ফুটবলে প্রথম ক্লাব হিসেবে উয়েফার সব ক্লাব প্রতিযোগিতার শিরোপা জেতা হয়েছে গেছে তাদের।
আরও পড়ুনদুর্বৃত্তদের হুমকির এক বছর পর শৈশবের ক্লাবে ফিরলেন দি মারিয়া৬ ঘণ্টা আগেচেলসির এই অনন্য কীর্তি অবিশ্বাস্য এক রেকর্ডেরও অবসান ঘটিয়েছে। ফাইনালে রিয়াল বেতিস হেরে যাওয়ায় ২০০২ সালের পর এবারই প্রথম স্পেনের কোনো দল বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হলো।
ওই সময় থেকে পরশু রাতে চেলসি–বেতিস ফাইনালের আগপর্যন্ত শীর্ষ পর্যায়ে স্পেনের দলগুলো টানা ২৭ ফাইনাল জিতেছিল। আন্তোনি–ইসকোদের দল বেতিসের ব্যর্থতার কারণে ২৮ নম্বর ফাইনালে এসে গৌরবময় এই ধারায় ছেদ পড়ল।
শুরুটা হয়েছিল রিয়াল মাদ্রিদকে দিয়ে। স্প্যানিশ ক্লাব ফুটবলের সফলতম ক্লাবটি ২০০২ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লেভারকুসেনকে হারিয়েছিল। গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সেই ধারাটা অব্যাহত রেখেছিল স্পেন।
বেতিসের কারণে ফাইনালে স্প্যানিশ দলের ১০০% সাফল্যের ধারা ভাঙার আগে দেশটির কোনো দল সর্বশেষ বড় টুর্নামেন্টের ফাইনালে হেরেছিল ২০০১ সালে। সেটিও দুবার ঘটেছিল।
সেই বছর ইউরোপা কাপের (বর্তমানে ইউরোপা লিগ) ফাইনালে লিভারপুলের কাছে ৫–৪ গোলে হেরে যায় আলাভেস। নির্ধারিত ৯০ মিনিট ৪–৪ সমতায় শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আত্মঘাতী গোল করে বসে আলাভেস, সেটি ছিল ‘গোল্ডেন গোল’। অর্থাৎ, গোল হওয়ামাত্রই খেলা শেষ!
আরও পড়ুনঅভিশাপ-মুক্তি, অভিষেকেই শিরোপা আর পাখিদের জয়গান২৬ মে ২০২৫এর ঠিক এক সপ্তাহ পর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে টাইব্রেকারে হেরে যায় স্পেনের আরেক ক্লাব ভ্যালেন্সিয়া।
বেতিসের হারে ফাইনালে স্প্যানিশ ক্লাবগুলোর আধিপত্যের ধারায় ছেদ পড়েছে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ফ ইন ল
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।