চট্টগ্রামের পটিয়ায় জায়গা নিয়ে বিরোধের জেরে এক পক্ষের হামলায় নুরুল হক (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে পটিয়া পৌরসভার মাঝেরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক ওই এলাকার মৃত নুরুল আবছারের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নুরুল হকের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা ও সড়কসংক্রান্ত বিরোধ চলছিল প্রতিবেশী চাচাতো ভাই ফজলুল হক ও সিরাজুল হকের পরিবারের সঙ্গে। আজ দুপুর ১২টার দিকে নুরুল হক ওই বিষয়ে প্রতিপক্ষের কাছে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন নুরুল হকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবারের লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া সুলতানা বলেন, হাসপাতালে নিয়ে আসা ব্যক্তির কপালে গভীর রক্তাক্ত জখম ছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।

নিহত ব্যক্তির মেয়ে হোসনে আরা বেগম বলেন, ‘প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে আমাদের জায়গা জোর করে দখলে রেখেছে। আজ জুমার নামাজে যাওয়ার সময় আমার বাবা বিষয়টি জানতে চাইলে তাঁকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে আমি ও আমার দুই ভাই কামাল উদ্দিন (৩৪) ও জামাল উদ্দিন (৩৮), দাদি জুলেখা বেগমসহ আরও কয়েকজন ঘটনাস্থলে গেলে আমাদেরও মারধর করা হয়।’

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ প্রথম আলোকে বলেন, জায়গাসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে নুরুল হককে লোহার রড দিয়ে আঘাত করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

শফিক উল্লাহ আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল হ র রড ন র ল হক

এছাড়াও পড়ুন:

১০ টাকায় ইলিশ বিতরণ, জনতার চাপে ‘মাফ চেয়ে’ এলাকা ছাড়ালেন ‘এমপি প্রার্থী’

ফরিদপুরে সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রায়হান জামিল নামের এক ব্যক্তি। কিন্তু বিতরণের জন্য যে পরিমাণ মাছ তিনি এনেছিলেন, তার থেকে লোকসংখ্যা কয়েক গুণ বেশি হয়। সবাইকে মাছ দিতে না পেরে জনতার বিক্ষোভের মুখে কোনোরকমে এলাকা ছাড়েন তিনি।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। তিনি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ৪ আসনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে এলাকায় তৎপরতা চালাচ্ছিলেন। এরই অংশ হিসেবে ‘জনগণের মন জয় করার জন্য’ তিনি ১০ টাকায় ইলিশ মাছ বিক্রির উদ্যোগ নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান জামিল ‘স্বতন্ত্র প্রার্থী’ পরিচয় দিয়ে সপ্তাহখানেক আগে সদরপুরের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটান। তাতে তিনি লেখেন, ১০ টাকায় ইলিশ মাছ দেবেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ব জাকের মঞ্জিল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই ইলিশ দেওয়ার কথা। এ খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকে শত শত মানুষ জাকের মঞ্জিল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমান। বিতরণ শুরুর একপর্যায় মাছ ফুরিয়ে যায়। তখন মাছ নিতে না পারা লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে রায়হান জামিল পালিয়ে আত্মরক্ষা করেন।

‘স্বতন্ত্র এমপি প্রার্থী’ পরিচয়ে ১০ টাকায় ইলিশ বিতরণ করতে যাওয়া রায়হান জামিল

সম্পর্কিত নিবন্ধ

  • ১০ টাকায় ইলিশ বিতরণ, জনতার চাপে ‘মাফ চেয়ে’ এলাকা ছাড়ালেন ‘এমপি প্রার্থী’
  • পুকুরে প্রাণ গেল চাচাত ভাই-বোনের