জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, অন্যায়ভাবে যেসব জামায়াতে ইসলামীর নেতাদের হত্যা করা হয়েছে, আগে সেসব হত্যাকাণ্ডের বিচার হতে হবে। এরপর সংস্কার। তারপরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আজ শনিবার দুপুরে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুজিবুর রহমান। বক্তব্যে তিনি দাবি করেন, বিগত দিনে বিচারের নামে অবিচার হয়েছে। বিচার বিভাগকে ‘মিসক্যারেজ’ করা হয়েছে। সুবিচারকে হত্যা করা হয়েছে।

মুজিবুর রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমরা কিছুটা সুবিচারের সুফল পাচ্ছি আমাদের নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে। কিন্তু যাঁদেরকে অন্যায়ভাবে রায় দিয়ে হত্যা করা হয়েছে, সেগুলো নাকি প্রতিশ্রুতিবদ্ধ রায় ছিল। তাই সেসব রায় সম্পূর্ণ অন্যায়ভাবে বিচারের নামে অবিচার করে দেওয়া হয়েছিল। যে জন্য আগে এসব জুডিশিয়াল কিলিংয়ের বিচার হতে হবে, এরপর নির্বাচন হবে। কিন্তু একটি দল বিচারও চায় না, সংস্কারও চায় না, শুধু নির্বাচন চায়। আমরা এ রকম যেনতেন নির্বাচন মেনে নেব না। কারণ, আমরা দেখেছি ২০১৪ সালে, ২০১৮ সালে আর ২০২৪ সালে প্রহসনের নির্বাচনের মাধ্যমে কীভাবে এ দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। আমরা আর সেই পুরোনো পথে হাঁটতে চাই না।’

কর্মী সম্মেলনে কিশোরগঞ্জের সংসদীয় ছয়টি আসনে জামায়াতে ইসলামীর ছয়জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তাঁদের পক্ষে উপস্থিত জনতার কাছে ভোট প্রার্থনা করেন প্রধান অতিথি মুজিবুর রহমান। জামায়াত ইসলামি রাষ্ট্র কায়েম করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। কোরআনের আইন চালু করতে চাই। হজরত মুহাম্মদ (সা.

) যেভাবে রাষ্ট্র কায়েম করেছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেভাবে রাষ্ট্র কায়েম করতে চায়।’

জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির মো. রমজান আলীর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক মাওলানা মো. ছামিউল হক ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম (মাসুদ), কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।

জেলা জামায়াতের একাধিক সূত্রে জানা যায়, কিশোরগঞ্জে এবারই প্রথম বড়সড় করে কোনো খোলা মাঠে দলটির কর্মী সম্মেলন হলো। এই কর্মী সম্মেলনকে ঘিরে গত কয়েক দিন জেলা জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা যায়। জেলা সদরসহ আশপাশে ও বিভিন্ন উপজেলায় শতাধিক শুভেচ্ছা তোরণ নির্মাণ করা হয়। সাঁটানো হয় কয়েক শ ব্যানার–ফেস্টুন।

সম্মেলন উপলক্ষে শনিবার সকাল থেকে জেলার ১৩ উপজেলাসহ বিভিন্ন জায়গা থেকে বাসসহ বিভিন্ন যানবাহনে মিছিলসহকারে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এসে জড়ো হন জামায়াতের হাজারো নেতা-কর্মী ও সমর্থক। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মী সম্মেলন চলে বেলা পৌনে একটা পর্যন্ত। এর মধ্যে বৃষ্টি হয়। বৃষ্টির মধ্যেও সম্মেলনের কার্যক্রম চলমান ছিল।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম জ ব র রহম ন ক শ রগঞ জ ইসল ম র

এছাড়াও পড়ুন:

নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

আগামী বছর প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেছে টুর্নামেন্টের ড্র। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘বি’–তে । যে গ্রুপে তাদের সঙ্গী টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ৯ বারের চ্যাম্পিয়ন চীন, দ্বিতীয় সফল দল ২ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও মধ্য এশিয়ার দল উজবেকিস্তান।

টুর্নামেন্টের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। ২০২৬ সালের ৩ মার্চ এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। ৬ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে। এরপর তৃতীয় ম্যাচটি খেলতে বাংলাদেশকে যেতে হবে অস্ট্রেলিয়ার অন্য প্রান্তে। ৯ মার্চ পার্থ রেকটাঙ্গুলার স্টেডিয়ামে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ উজবেকিস্তান।

চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। গ্রুপের তৃতীয় দল উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী দল খেলেছে মাত্র একটি ম্যাচ। সেটিও ১৪ বছর আগে ২০১১ সালে। ঢাকায় এশিয়ান কাপের বাছাইপর্বের সেই ম্যাচে ০-৩ গোলে হারে বাংলাদেশ।

ফিফা র‍্যাঙ্কিংয়ে কোন দল কোথায়

* ৯ আগস্ট আপডেট হবে র‍্যাঙ্কিং। বাংলাদেশের এগোনোর সম্ভাবনা আছে।

আরও পড়ুননারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে সাবেক দুই চ্যাম্পিয়ন ২ ঘণ্টা আগে

গ্রুপের শীর্ষ দুইয়ে থাকলে তো বটেই, তৃতীয় হলেও সুযোগ মিলতে পারে কোয়ার্টার ফাইনাল খেলার। তিন গ্রুপের তিনটি তৃতীয় দলের সেরা দুটিও উঠবে শেষ আটে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।

কোয়ার্টার ফাইনাল শুরু হবে ১৩ মার্চ। সেমিফাইনাল দুটি ১৭ ও ১৮ মার্চ। সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় ফাইনাল ২১ মার্চ।

বাছাইপর্বে তিনটি ম্যাচই জিতেছে বাংলাদেশ

সম্পর্কিত নিবন্ধ

  • রূপ নয়, সাহস দিয়ে জয় করা এক নায়িকা
  • টানা দুই জয়ের পর এবার হার বাংলাদেশের যুবাদের
  • ভারতের অর্থনীতি মৃত, ট্রাম্প ঠিকই বলেছেন: রাহুল
  • হেনরির ৬ উইকেটের পর দুই ওপেনারে নিউজিল্যান্ডের দিন
  • অসুখবিসুখে কষ্ট পেয়ে, বিছানায় পড়ে বাঁচতে চাই না: ববিতা
  • নিশ্ছিদ্র দাপটে উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ও অলিম্পিকে ব্রাজিল
  • যে জীবন মানুষের উপকারে আসে না, সে জীবন সার্থক নয়: ববিতা
  • প্রেমের টানে চীনা যুবকের বাংলাদেশে এসে বিয়ে
  • চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর
  • নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়