শেরপুরে পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) নকলা উপজেলার টালকি ইউনিয়নে এবং নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে তারা মারা যান।

মারা যাওয়ারা হলেন- নকলা উপজেলার টালকি ইউনিয়নের পশ্চিম বড়পাগলা গ্রামের সমির উদ্দিন (সমু) এবং নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পূর্ব মানিককুড়া গ্রামের হাজেরা বেগম (৪৫)।

এলাকাবাসী জানান, বৃষ্টির মধ্যেই টালকি ইউনিয়নের পশ্চিম বড়পাগলা গ্রামের সামির উদ্দিন দুপুরে মাঠে গরু আনতে যান। এসময় বজ্রপাত হলে তিনি মাটিতে পড়ে যান। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

ঘুমন্ত সোহাগীর নিষ্প্রাণ দেহ মিলল বড়াল নদের পাড়ে

জোড়া মাথার দুই কন্যাশিশুর জন্মের আগেই মৃত্যু

টালকি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন বদ্দি বলেন, ‍“আমার প্রতিবেশী সামির উদ্দিন বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন। তার জানাজার প্রস্তুতি চলছে।”

নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, “খুব কাছেই বজ্রপাত হওয়ায় তিনি শব্দে ভয় পান। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।” 

অপরদিকে, নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পূর্ব মানিককুড়া গ্রামে নাতনিকে মাদরাসা থেকে আনতে গিয়ে বজ্রপাতে মারা যান হাজেরা বেগম। তিনি খোরশেদ আলমের স্ত্রী। দুপুর দেড়টার দিকে মারা যান তিনি। 

এলাকাবাসী জানান, আজ দুপুরে নাতনিকে আনতে মাদরাসায় যান হাজেরা বেগম। বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ি থানার ওসি সুহেল রানা বলেন, “এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।”

ঢাকা/তারিকুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল র

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ