প্যারিসে স্বপ্ন এবার সত্যি হয়েছে। ইউরোপীয় ফুটবলের মঞ্চে বহুদিনের আকাঙ্ক্ষিত সেই চ্যাম্পিয়নস লিগ ট্রফি অবশেষে উঠল পিএসজির হাতে। তবে কেবল জেতাই নয়, এই জয়ে প্যারিসিয়ানরা খুলেছে নজিরবিহীন এক রেকর্ডের ঝাঁপি। ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়ে যেন ফুটবল ইতিহাসের পাতায় নিজেদের অস্তিত্ব চিরকালের জন্য ছাপিয়ে দিল লুইস এনরিকের দল।

এক নজরে দেখা যাক, ঐতিহাসিক এই জয়ের সঙ্গে পিএসজি যেসব নজির সৃষ্টি করল—

দীর্ঘ পথ পেরিয়ে প্রথম স্বাদ:
চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান কাপে মিলিয়ে পিএসজি খেলেছে ১৬৮টি ম্যাচ। তবে এবারই প্রথম তারা শিরোপা ছুঁয়ে দেখল। এত ম্যাচ খেলে প্রথমবারের মতো কাপ জয়ের রেকর্ড এটাই।

আরো পড়ুন:

সেঞ্চুরি ছাড়াই চারশো! ব্যাটে-বলে এক অন্যরকম দিন ইংল্যান্ডের

‘বিশ্বের সবচেয়ে কুৎসিত প্রাণী’র অনন্য অর্জন

টিনএজারদের বাজিমাত:
ফাইনালে গোল করেছেন দুই কিশোর মাইয়ুলু ও দেজিরে দুয়ে। ১৯ বছর বয়সী দুই তরুণ একসঙ্গে গোল করে দেখিয়ে দিয়েছেন ভবিষ্যতের পিএসজি কতটা উজ্জ্বল। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

ট্রেবল জয়ের ইতিহাস:
লিগ, কাপ এবং ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগ— তিন শিরোপা ঘরে তুলে ট্রেবল পূর্ণ করল পিএসজি। ফ্রান্সের ইতিহাসে এমন অর্জন এই প্রথম।

লুইস এনরিক ট্রেবল গুরু:
২০১৫ সালে বার্সেলোনাকে নিয়ে একই কীর্তি গড়া লুইস এনরিক এবার পিএসজির হয়েও ট্রেবল জয় করলেন। পেপ গার্দিওলার পর তিনিই দ্বিতীয় কোচ যিনি দুই ক্লাবের হয়ে ট্রেবল জিতলেন।

ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় জয়:
৫-০ গোলের জয় দিয়ে পিএসজি চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সবচেয়ে বড় ব্যবধানের জয়ধারী দল হয়ে উঠেছে।

তরুণ দুয়েরের তাণ্ডব:
ম্যাচের প্রথম তিনটি গোলেই ছিলেন দেজিরে দুয়ে। দুটি গোল নিজে করে এবং একটি অ্যাসিস্ট করে ইতিহাস গড়েছেন ম্যাচের নায়ক হয়ে।

ইন্টারের জন্য তিক্ত রেকর্ড:
ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে এত বড় ব্যবধানে হার ইন্টার মিলান আগে কখনও দেখেনি। ১৯৬২ সালের পর এবারই প্রথম কোনো দল ফাইনালে পাঁচটি গোল খেল।

অভিজ্ঞতা কি ব্যাকফায়ার করল?
ইন্টারের শুরুর একাদশে ছিলেন তিনজন বয়সে ৩৫ পার করা ফুটবলার- সোমার, অ্যাকারবি ও মিখিতারিয়ান। এই অভিজ্ঞ স্কোয়াডও থামাতে পারেনি পিএসজির তরঙ্গ।

সর্বকনিষ্ঠ অ্যাসিস্ট মাস্টার:
১৯ বছর ৩৬২ দিন বয়সে ফাইনালে অ্যাসিস্ট করে দেজিরে দুয়ে হয়ে গেলেন সবচেয়ে কম বয়সী অ্যাসিস্টকারী। এতদিন এই রেকর্ড ছিল জুড বেলিংহামের।

হাকিমির জোড়া গৌরব:
চারটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট মিলিয়ে হাকিমি এবার চ্যাম্পিয়নস লিগে ডিফেন্ডার হিসেবে যৌথভাবে সর্বোচ্চ গোলে অবদান রাখা খেলোয়াড়। তার সঙ্গে যোগ হলো আরেকটি ঐতিহাসিক কীর্তি, ইউরোপিয়ান কাপ ফাইনালে নিজের সাবেক ক্লাব ইন্টার মিলানকে গোল দিয়ে ব্যথা দেওয়ার নজিরও গড়েছেন তিনি।

এই এক ফাইনালে পিএসজি যে শুধু শিরোপা জিতল তা নয়, তারা নতুন ইতিহাস লিখেছে ফুটবল মহাকাব্যে। একের পর এক রেকর্ড আর দুর্দান্ত পারফরম্যান্সে বোঝা যাচ্ছে ইউরোপের রাজা এখন প্যারিসেই বসবাস করেন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র কর ড ফ টবল চ য ম প য়নস ল গ প এসজ র ইউর প য় ইন ট র ট র বল র কর ড ফ ইন ল ফ টবল প রথম সবচ য়

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ  বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r

একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত  আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)। 
 

সম্পর্কিত নিবন্ধ