জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সমন্বয় কমিটি ঘোষণা করেছে। এই কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আকরাম হুসাইনকে। এর মধ্য দিয়ে এনসিপির ইউনিট পর্যায়ের কমিটি গঠন শুরু হলো।

সোমবার মধ্যরাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকা মহানগর উত্তরের ১৩ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে মোস্তাক আহমেদ শিশিরকে। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন ১১ জন।

এনসিপির এই কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পাওয়া আকরাম হুসাইন গত অর্ধযুগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে ও শিক্ষার্থীর স্বার্থসংশ্লিষ্ট দাবিদাওয়া আদায়ের বিভিন্ন আন্দোলনের পরিচিত মুখ।

সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী একসময় ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তৎকালীন সরকার ও দলটির ছাত্রসংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনের নেতৃত্বে থাকা আকরাম কারাবরণও করেছেন।

জানতে চাইলে আকরাম হুসাইন প্রথম আলোকে বলেন, সমন্বয় কমিটির কাজ হবে ঢাকা মহানগর উত্তরের থানা পর্যায়ে এনসিপির কমিটি করা। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে এনসিপির নিবন্ধনের আবেদনের শর্ত পূরণ কার্যক্রমের অংশ হিসেবেই সমন্বয় কমিটি করা হচ্ছে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, এনসিপি ইউনিট পর্যায়ে প্রাথমিকভাবে সমন্বয় কমিটি করছে। পরবর্তী সময়ে আহ্বায়ক কমিটি করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এনস প র আকর ম

এছাড়াও পড়ুন:

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার

পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় শাহীন আলম নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘বুধবার সকালে আদালতের মাধ্যমে শাহীনকে জেল হাজতে পাঠানো হয়েছে।’’ গ্রেপ্তার শাহীন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে ও স্থানীয় মুদি ব্যবসায়ী।

আরো পড়ুন:

গোপালগঞ্জে সহিংসতায় আরেক মামলা দায়ের

দেবীগঞ্জে ধানখেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার শাহীনের দোকানে বিস্কুট কিনতে যায় যায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রী। এ সময় দোকানের পাশের একটি বাড়িতে কাঁঠাল দেখানোর কথা বলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন শাহীন।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন শাহীন। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ