৯ সন্তানের পর এবার স্বামীকেও হারালেন গাজার সেই চিকিৎসক
Published: 2nd, June 2025 GMT
ইসরায়েলি বাহিনীর হামলায় ৯ সন্তান হারানো ফিলিস্তিনি নারী চিকিৎসক এবার তাঁর স্বামীকেও হারিয়েছেন। গত ২৪ মে গাজার খান ইউনিস এলাকায় আলা আল-নাজ্জারের বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তিনি ওই সময় নাসের মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। ওই হামলায় তাঁর স্বামী হামদি আল-নাজ্জার গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার তিনি মারা যান। তিনিও চিকিৎসক ছিলেন।
আনাদোলু নিউজ এজেন্সি জানায়, গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, নাজ্জারের বাড়িতে ইসরায়েলি হামলায় তাঁর ৯ সন্তানের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই তাঁর সাত সন্তানের মরদেহ হাসপাতালে নেওয়া হয়। বাকি দুজনের মরদেহ ধ্বংসস্তূপে চাপা পড়ে ছিল। পরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ওই হামলায় নাজ্জারের একটি সন্তান প্রাণে বেঁচে যায়। তবে সে-ও গুরুতর আহত হয়েছে। তার নাম আদম। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, আল-নাজ্জারের পরিবারের বাড়িতে ড্রোন হামলার ঘটনাটি তারা তদন্ত করবে।
নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসক আহমদ আল-ফারা বলেন, নিজের ৯ সন্তানকে হারানোর পরও নাজ্জার হাসপাতালে তাঁর দায়িত্ব পালন করেছেন। হাসপাতালে কাজ চালিয়ে গেছেন। মাঝেমধ্যে স্বামী ও সন্তানের শারীরিক অবস্থার খোঁজ নেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ইউসুফ আবু আল-রিশ বলেন, আলা আল-নাজ্জার নিজের সন্তানদের বাড়িতে রেখে দায়িত্ব পালনের জন্য বের হয়েছিলেন। তিনি সেসব অসুস্থ শিশুর ডাকে সাড়া দিয়েছিলেন, যাদের নাসের হাসপাতাল ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই।
রিশ বলেন, তিনি যখন হাসপাতালে পৌঁছান, তখন দেখেন, নাজ্জার শান্তভাবে দাঁড়িয়ে আছেন। তাঁর চোখ বলছিল, তিনি নিয়তিকে মেনে নিয়েছেন। নাজ্জার শুধু শান্ত স্বরে আল্লাহকে ডাকছিলেন এবং ক্ষমা প্রার্থনা করছিলেন।
৩৮ বছর বয়সী নাজ্জার একজন শিশুবিশেষজ্ঞ। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে অন্য অনেক চিকিৎসকের মতো তিনিও জরুরি বিভাগে কাজ করে যাচ্ছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আল ন জ জ র চ ক ৎসক ইসর য় ল
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।