নারায়ণগঞ্জে বিভিন্ন জেলা থেকে শীতলক্ষ্যা নদী পথে আসা ট্রলার বোঝাই এক হাটের গরু দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে অন্য হাটে জোরপূর্বকভাবে নামানোর অভিযোগ উঠেছে।

সোমবার (২ জুন) রাতে নাসিক ৪ নং ওয়ার্ডের মনোয়ারা জুট মিলের উত্তর পাশে নুরুল হুদার খালি মাঠে বসানো গরুর হাটের ইজারাদার গোলাম মোস্তফা এ অভিযোগ করেন।

তিনি জানান, বিভিন্ন জেলা থেকে কোরবানির গরু আসতে আমরা মালিকদের অগ্রিম লাখ লাখ টাকা দিয়ে এসেছি। কিন্তু নদীপথে নারায়ণগঞ্জের প্রবেশমুখের কয়েকটি স্থানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ট্রলার বোঝাই গরু ও বেপারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দুটি হাটে জোরপূর্বক গরু নামানো হচ্ছে।

দুটি হাটের মধ্যে প্রথমটি নাসিক ২৩ নং ওয়ার্ডের আলী আমম্মদ চুনকা সড়ক কাবিলার মোড় সংলগ্ন কাশেম জামালের খালি মাঠ ও অপরটি নাসিক ২৫ নং ওয়ার্ডের চৌরাপাড়া এলাকায় খালি মাঠে অবস্থিত হাট।

ব্যবসায়ীরা জানান, নারায়ণগঞ্জের নদী পথে আসার সময় বেশ কয়েকটি পয়েন্টে দেশীয় অস্ত্র নিয়ে বেপারীদের জিম্মি করে ট্রলার থেকে গরু জোরপূর্বক নামনো হচ্ছে। বেপারীরা অস্ত্রের মুখে অসহায় হয়ে পরছেন। কোরবানির  ঈদকে সামনে রেখে তারা কোটি টাকা দাদন দিয়েছেন পাইকারদের।

এখন যদি ঠিক ভাবে হাটে গরু আসতে না পারে তাহলে ব্যবসায় ক্ষতির মুখ দেখছেন তারা। অভিযোগ উঠেছে অস্ত্র হাতে জিম্মি করা লোকজন সকলেই বন্দর এলাকার বিএনপির সমর্থক।

এদিকে নারায়নগঞ্জ বন্দর শীতলক্ষ্যা নদী থেকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক হাটে গরু নামানোর ভিডিও ধারণ করায় তিন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে ইজারাদারের সন্ত্রাসী বাহিনী।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডে কাইতাখালী পশুর হাটে আজমেীর ওসমানের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এসময় আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। 

এই ঘটনায় সাংবাদিক জিহাদ হোসেন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে আরোও ২০০/২৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্তরা হলেন, নাসিক ২৪নং ওয়ার্ডের মান্নান শিকদারের ছেলে রাহিদ শিকদার, মাহবুল শিকদারের ছেলে আমিল শিকদার ও মৃত সোবহান শিকদারের ছেলে মানিক।  

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে জোর করে অন্য হাটের গরু নামানোর বিষটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গর র হ ট ন র য়ণগঞ জ ব যবস

এছাড়াও পড়ুন:

না’গঞ্জ সদর থানা যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

‎শুক্রবার ( ৩১ অক্টোবর ) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তার কর্তৃক রোগীদের ফ্রী স্বাস্থ্য সেবা দেয়া ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়েজ উল্লাহ সজল, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।

‎সার্বিক তত্ত্বাবধানে ১৩নং ওয়ার্ড মোস্তাফিজুর রহমান, ইসহাক মোহাম্মদ তন্ময়, জুনায়েদ আহমেদ শামীম, আমিনুল ইসলাম রকি, আব্দুল্লাহ রোমান।

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
  • নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
  • সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
  • আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
  • সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত 
  • আড়াইহাজারে তিন হাজার নারী-পুরুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
  • ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শহরে শোডাউন করবে মহানগর বিএনপি
  • না’গঞ্জ সদর থানা যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ