সংকট কাটিয়ে উঠতে বাড়তি শুল্ক-কর পুনর্বিবেচনা করতে হবে: মীর নাসির হোসেন
Published: 2nd, June 2025 GMT
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেছেন, ব্যবসায়ীদের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বেশ কিছু বাড়তি শুল্ক-কর পুনর্বিবেচনা করতে হবে। সোমবার বাজেট প্রস্তাবের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সমকালকে তিনি এ কথা বলেন।
মীর নাসির হোসেন বলেন, সুতা এবং ম্যানমেড ফাইবারের ওপর কর বাড়ানো হয়েছে। তা ছাড়া টেক্সটাইল খাতে করপোরেট কর ১৫ শতাংশ ছিল। সেটি উঠিয়ে দিয়ে নতুন বাজেটে ২২ শতাংশ করা হয়েছে। এসব পুনর্বিবেচনা করতে হবে। কারণ আমাদের শিল্প দাঁড়িয়ে আছে পোশাক ও বস্ত্র শিল্পের ওপর। এ ছাড়াও অনেক ক্ষেত্রে করছাড় সুবিধা প্রত্যাহারের পাশাপাশি কর বাড়ানো হয়েছে। বর্তমানে আমরা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এখান থেকে উত্তরণে শুল্ক-কর কিছু কিছু ক্ষেত্রে সরকারকে পুনর্বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, এত দিন এলএনজি আমদানি পর্যায়ে ও বিতরণ উভয় ক্ষেত্রে ভ্যাট ছিল। তবে নতুন বাজেটে আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ভ্যাট কমানোর ফলে দাম কমিয়ে সমন্বয় করা হলে ভালো। কিন্তু এটা যদি ভর্তুকি কমানোর জন্য এ সুবিধা দেওয়া হয়, তাহলে ব্যবসায়ীদের কোনো উপকারে আসবে না। কারণ সম্প্রতি গ্যাসের দাম ব্যাপক হারে বাড়ানো হয়েছে।
এ ব্যবসায়ী নেতা আরও বলেন, জ্বালানি নিশ্চিতে সরকার বেশ কিছু রূপরেখা দিয়েছে। এর অন্যতম হচ্ছে স্থানীয়ভাবে গ্যাস উত্তোলন বাড়ানো। এটি বাস্তবায়ন করা গেলে আমদানি-নির্ভরতা কমবে। তবে খরচ কমানোর পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতে আরও কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। কারণ জ্বালানি না পাওয়া গেলে শিল্পের চাকা ঘুরবে না, বিনিয়োগও বাড়বে না।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব জ ট ২০২৫ ২৬ ব যবস য়
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।