নেইমারকে ‘সেদ্ধ’ করলে যা থাকে, সেটাই দেজিরে দুয়ে
Published: 3rd, June 2025 GMT
আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ বাঁশি বেজেছে। পিএসজির খেলোয়াড়েরা মাঠেই চ্যাম্পিয়নস লিগ জয়ের উদ্যাপনে মত্ত। সেই ভিড়ে এগিয়ে গেলেন মার্সেলো—রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের সাবেক লেফটব্যাক। দেজিরে দুয়ে তাঁকে আগেই খেয়াল করেছিলেন। দুই পা এগিয়ে গিয়ে মার্সেলোকে বললেন, ‘আমার পক্ষ থেকে নেইমারকে দয়া করে হ্যালো বলবেন, প্লিজ। তিনি আমার আদর্শ।’
মার্সেলো অবশ্য এই কাজটি আগেই সেরে রেখেছেন। দুয়েকে মাঠেই জানিয়ে দেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে তোমাকে অনুসরণ করতে তাকে (নেইমার) আগেই বলেছি। বার্তাও দিতে বলেছি।’
আরও পড়ুনচ্যাম্পিয়নস লিগে নিয়ম পরিবর্তন, লিগ পর্বে ভালো করলে নকআউট পর্বে ‘বাড়তি সুবিধা’১৩ ঘণ্টা আগেপিএসজি চ্যাম্পিয়নস লিগ জেতার পর নেইমার দুয়েকে কোনো বার্তা দিয়েছেন কি না, তা জানা যায়নি। তবে নিশ্চয়ই খেয়াল করেছেন, খেলার ধরনে তাঁর সঙ্গে একদম অমিল যেমন নেই, তেমনি গোল করে উদ্যাপনও ব্রাজিলিয়ানের অনুকরণেই। যদিও দুয়ের খেলার ধরনে তুলনাটা কিলিয়ান এমবাপ্পের সঙ্গেই বেশি ওঠে। টগবগে আত্মবিশ্বাস, বিস্ফোরক দৌড় ও চটপট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যদিও দুয়ের ভাবনা অন্যরকম, ‘আমি দেজিরে দুয়ে, কিলিয়ান হলো কিলিয়ান।’
অর্থাৎ দুয়ে নিজের পরিচয়েই পরিচিত হতে চান। তবে প্রভাবটাও স্বীকারও করে নিলেন, ‘সবাই কোনো না কোনো খেলোয়াড়ের মাধ্যমে প্রভাবিত। আমার ক্ষেত্রে নেইমার।’
পিএসজিতে সতীর্থ ছিলেন নেইমার ও এমবাপ্পে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সুদানের এল-ফাশের শহরে ‘চরম বিপদে’ বাসিন্দারা: ডক্টরস উইদাউট বর্ডারস
সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কাছে দেশটির এল–ফাশের শহরের পতনের পর সেখানকার বাসিন্দারা ‘চরম বিপদের’ মধ্যে রয়েছেন। তাঁরা শহরটিতে আটকা পড়েছেন। গতকাল শনিবার ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক দাতব্য চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) এমন শঙ্কার কথা জানিয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফের লড়াই চলছে। গত ২৬ অক্টোবর এল-ফাশের দখল করে নেয় আধা সামরিক বাহিনীটি। শহরটির পতনের পর থেকে সেখানে বিচারবহির্ভূত হত্যা, যৌন সহিংসতা, ত্রাণকর্মীদের ওপর হামলা, লুটপাট এবং অপহরণের খবর পাওয়া যাচ্ছে। সেখানকার যোগাযোগব্যবস্থা প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আরও পড়ুনসুদানে ‘গণহত্যা’ হয়েছে২২ ঘণ্টা আগেএল–ফাশের শহর থেকে যাঁরা পালিয়ে কাছের তাউইলা শহরে আশ্রয় নিয়েছেন, তাঁরা বেসামরিক লোকজনের ওপর গণহত্যা চালানোর কথা বলেছেন। তাঁদের ভাষ্য, এল–ফাশেরে মা–বাবার সামনে সন্তানদের হত্যা করা হচ্ছে। মানুষজন শহরটি থেকে পালানোর সময় তাঁদের মারধর করা হচ্ছে। জাতিসংঘের হিসাবে, ২৬ অক্টোবর থেকে ৬৫ হাজারের বেশি মানুষ শহরটি থেকে পালিয়েছেন।
শনিবার ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, এল–ফাশেরের বিপুল মানুষ ‘চরম বিপদের’ মধ্যে রয়েছে। তাদের শহরটি ত্যাগ করতে দিচ্ছে না আরএসএফ ও তাদের সহযোগীরা। সংস্থাটির জরুরি বিভাগের প্রধান মাইকেল ওলিভিয়ার লাচেরিটে বলেন, এল–ফাশের থেকে যাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁরা কোথায়? সম্ভাব্য উত্তরটা হলো—তাঁদের হত্যা করা হয়েছে।
গত শুক্রবার জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, আরএসএফের হামলায় এল–ফাশেরে কয়েক শ মানুষ নিহত হয়েছেন। তবে সুদানের সেনাবাহিনীর পক্ষ থেকে দুই হাজার বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব বলেছে, এল–ফাশেরে গণহত্যা অব্যাহত থাকার বিভিন্ন ইঙ্গিত স্পষ্টভাবে দেখা গেছে।
সুদান ‘মহাবিপর্যয়কর পরিস্থিতির’ মধ্যে রয়েছে বলে শনিবার উল্লেখ করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল। বাহরাইনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেসামরিক লোকজনকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আরএসএফ। এরপরও এমন নৃশংসতার জন্য তাদের জবাবদিহির আওতায় আনা হবে। একই সংবাদ সম্মেলনে সুদানের পরিস্থিতি ‘ভয়ংকর’ বলে উল্লেখ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।
আরও পড়ুনসুদানে আরএসএফের গণহত্যায় আরব আমিরাত ইন্ধন দিচ্ছে কেন৭ ঘণ্টা আগে