নেইমারকে ‘সেদ্ধ’ করলে যা থাকে, সেটাই দেজিরে দুয়ে
Published: 3rd, June 2025 GMT
আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ বাঁশি বেজেছে। পিএসজির খেলোয়াড়েরা মাঠেই চ্যাম্পিয়নস লিগ জয়ের উদ্যাপনে মত্ত। সেই ভিড়ে এগিয়ে গেলেন মার্সেলো—রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের সাবেক লেফটব্যাক। দেজিরে দুয়ে তাঁকে আগেই খেয়াল করেছিলেন। দুই পা এগিয়ে গিয়ে মার্সেলোকে বললেন, ‘আমার পক্ষ থেকে নেইমারকে দয়া করে হ্যালো বলবেন, প্লিজ। তিনি আমার আদর্শ।’
মার্সেলো অবশ্য এই কাজটি আগেই সেরে রেখেছেন। দুয়েকে মাঠেই জানিয়ে দেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে তোমাকে অনুসরণ করতে তাকে (নেইমার) আগেই বলেছি। বার্তাও দিতে বলেছি।’
আরও পড়ুনচ্যাম্পিয়নস লিগে নিয়ম পরিবর্তন, লিগ পর্বে ভালো করলে নকআউট পর্বে ‘বাড়তি সুবিধা’১৩ ঘণ্টা আগেপিএসজি চ্যাম্পিয়নস লিগ জেতার পর নেইমার দুয়েকে কোনো বার্তা দিয়েছেন কি না, তা জানা যায়নি। তবে নিশ্চয়ই খেয়াল করেছেন, খেলার ধরনে তাঁর সঙ্গে একদম অমিল যেমন নেই, তেমনি গোল করে উদ্যাপনও ব্রাজিলিয়ানের অনুকরণেই। যদিও দুয়ের খেলার ধরনে তুলনাটা কিলিয়ান এমবাপ্পের সঙ্গেই বেশি ওঠে। টগবগে আত্মবিশ্বাস, বিস্ফোরক দৌড় ও চটপট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যদিও দুয়ের ভাবনা অন্যরকম, ‘আমি দেজিরে দুয়ে, কিলিয়ান হলো কিলিয়ান।’
অর্থাৎ দুয়ে নিজের পরিচয়েই পরিচিত হতে চান। তবে প্রভাবটাও স্বীকারও করে নিলেন, ‘সবাই কোনো না কোনো খেলোয়াড়ের মাধ্যমে প্রভাবিত। আমার ক্ষেত্রে নেইমার।’
পিএসজিতে সতীর্থ ছিলেন নেইমার ও এমবাপ্পে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।