চট্টগ্রামের সন্দ্বীপে মো. শিপন (৪৫) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঁচ আনি গোপাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিপন মগধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোজাফফর তহসিলদার বাড়ির আনসারুল হকের ছেলে।
শিপনের চাচাতো ভাই মো. মিন্টু বলেন, শিপন কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছেন। মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলে করে স্থানীয় শিবেরহাটে যান। সেখান থেকে ফেরার পথে পাঁচ আনি সড়কে তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ এসে শিপনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ততক্ষণে তার রক্তে পুরো রাস্তা ভেসে গেছে।
স্থানীয়দের ভাষ্য ও সন্দ্বীপ থানা পুলিশের একটি সূত্র জানায়, শিপন মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল আলম সমীরের ব্যক্তিগত মোটরসাইকেলচালক ছিলেন। এ কারণে তাকে হত্যা করা হতে পারে।
সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, শিপনের হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান চলছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।