চট্টগ্রামের সন্দ্বীপে মো. শিপন (৪৫) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঁচ আনি গোপাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিপন মগধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোজাফফর তহসিলদার বাড়ির আনসারুল হকের ছেলে।
শিপনের চাচাতো ভাই মো. মিন্টু বলেন, শিপন কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছেন। মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলে করে স্থানীয় শিবেরহাটে যান। সেখান থেকে ফেরার পথে পাঁচ আনি সড়কে তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ এসে শিপনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ততক্ষণে তার রক্তে পুরো রাস্তা ভেসে গেছে।
স্থানীয়দের ভাষ্য ও সন্দ্বীপ থানা পুলিশের একটি সূত্র জানায়, শিপন মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল আলম সমীরের ব্যক্তিগত মোটরসাইকেলচালক ছিলেন। এ কারণে তাকে হত্যা করা হতে পারে।
সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, শিপনের হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান চলছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।