রাজধানী ঢাকায় পাখপাখালির কলকাকলি বিশেষ তেমন কানে আসে না। এখানে পথে নামলে হাজার হাজার যানবাহনের অনেক প্রকার হর্নের উচ্চ শব্দের তাণ্ডবে কানের পর্দার যাই যাই দশা। বায়ুদূষণ, শব্দদূষণ প্রভৃতিতে ঢাকার উত্থান ঘটছে শনৈঃশনৈঃ। দূষিত শহরের বৈশ্বিক তালিকায় অবস্থান এখন শীর্ষ পর্যায়ে। সবুজ সীমিত। ক্রমেই তা আরও সংকুচিত হচ্ছে বহুবিধ প্রয়োজন ও উন্নয়নের সাঁড়াশি আক্রমণে। এমন পরিবেশে গবাদিপশুর হাঁকডাক শুনতে পাওয়ার কথা নয়। তবে বছরের একটি নির্দিষ্ট সময় সেই অভাবিত সাড়াশব্দ কানে আসে। ‘গরুর হাম্বা’, ‘ছাগলের ম্যাঁ’ চলতি পথে কানে আসে বড় বড় বহুতল বাড়ির আশপাশ থেকে। বছর ঘুরে আবার এসেছে সেই সময়টি।
‘রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে’ এমন দৃশ্য না হলেও গরুর গলার দড়ি ধরে টানতে টানতে নিয়ে যাওয়ার দৃশ্য এখন প্রায়ই দেখা যাচ্ছে বিভিন্ন সড়কে। ফ্ল্যাটের গ্যারেজে বেঁধে রাখা ছাগলকে পরম আদরে কাঁঠালপাতা খাওয়াতেও দেখা যাবে কচিকাঁচাদের। অনেক এলাকার সড়কে রীতিমতো সুসজ্জিত তোরণ দেখা যাচ্ছে। ওপরের অংশে হৃষ্টপুষ্ট ষাঁড় আর তাগড়া খাসি-ভেড়ার ছবি। ক্রেতাদের স্বাগত জানানো হয়েছে কোরবানির বিরাট হাটে। সারা জীবন আপন চরণে চলাচল করা চতুস্পদগুলোকে কিছুটা বিহ্বল–উদ্বিগ্ন দেখাচ্ছে ট্রাকে পরিভ্রমণ করায়। নগরীর এসব মৌসুমি পশুর হাটে আসছে এমন শত শত ট্রাক। সেখান থেকে সাবধানে নামানো হচ্ছে পশুগুলো। তারপর সেখান থেকে দরদামে বনিবনা হলে ক্রেতারা নিয়ে যাচ্ছেন তাঁদের বাসাবাড়িতে। কোরবানির ঈদ নিয়ে এই চেনা দৃশ্য ফিরে এসেছে রাজধানীতে। সারা দেশের কোরবানির পশুর হাটের দৃশ্যপটও কমবেশি এমনই।
নিজের পালা–পোষা পশু কোরবানি করাই সর্বোত্তম। সে সুযোগ-সামর্থ্য মুষ্টিমেয় কিছু মানুষেরই আছে। বৃহত্তর কোরবানিদাতাদের ভরসা ওই ‘বিরাট গরু-ছাগলের হাট’। এখন রাজধানীর বছিলা, রায়েরবাজার এলাকার বেশ কয়েকটি হাটের তোরণ ও ব্যানারে অবশ্য ‘কোরবানির পশুর বিরাট হাট’ লেখনীও চোখে পড়েছে। হাটে পশুর সঙ্গে তাদের উপাদেয় খাবারের পসরাও আছে। ছাগলের প্রিয় কাঁঠালপাতা। গরু-মহিষের পছন্দ সতেজ ঘাস, পরিষ্কার বিচালি। বিশেষ পানীয় তৈরির জন্য আছে বিভিন্ন শস্যের ভুসি, চিটাগুড়। এখন তো ফাস্ট ফুডের জমানা। গবাদিপশুই-বা বাদ যাবে কেন? অতএব তাদের জন্যও আছে কারখানায় উৎপাদিত উপাদেয় খাবার।
ঈদে সাজসজ্জার একটা ব্যাপার থাকেই। কোরবানির পশুদের জন্যও তা প্রযোজ্য। প্রতিটি হাটেই রয়েছে পশুদের অলংকারের দোকান। সেখানে বিকাচ্ছে রঙিন দড়ি, কাগজের ফুল, কাপড়ের ঝালর, জরির মালা, শিং সাজানোর রাংতা, টিকলির মতো কপালে আটকে রাখার নকশা—এমন আরও কত কী!
কোরবানির পশুর আহারে–আয়েশে যেন কোনো ত্রুটি না থাকে, সে চেষ্টা আন্তরিকভাবেই করে থাকেন কোরবানিদাতারা। পশুর জন্য খাবার পরিবেশন করার পাশাপাশি গরমের দিনে ফ্যানের ব্যবস্থাও করা হয়। অনেক বাড়িতেই জায়গার টানাটানি। এসব বাড়ির সামনে বা পাশের সড়কের ফুটপাত ঘেঁষে বেশ শক্তপোক্ত ছাউনি করে শামিয়ানা টাঙিয়ে অস্থায়ী পশুনিবাস তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক-ট্রলারযোগে রাজধানীতে আসা ও হাটের ঘিঞ্জি পরিবেশে বিক্রি হওয়ার প্রতীক্ষার প্রহর কাটিয়ে আসা ক্লান্ত পশুগুলোর আশ্রয় হয়েছে সেখানে। এখন জাবর কেটে ক্লেশ–ক্লান্তি নিবারণ করছে তারা। বাড়ির ছোটরা খানিকটা দূর থেকে কৌতূহলভরা দৃষ্টিতে দেখে তাদের। কেউ কেউ সাহস করে দু-এক পা এগিয়ে গিয়ে খাবারের পাত্র এগিয়ে দেয়। বড়রা পরম মমতা ও ভালোবাসায় হাত বুলিয়ে দেন সদ্য ক্রয় করা ছাগল বা ষাঁড়ের মাথায়, কাঁধে ও পিঠে। করুণাময় স্রষ্টা তাঁর বান্দার শুধু নিখাদ ভক্তি ও ভালোবাসাই গ্রহণ করেন। উত্তম প্রতিদান দেন। অন্য কিছু নয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
মাদারীপুরের সাবেক দুই ডিসিসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
শিবচরে পদ্মা সেতু রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারীপুরের সাবেক দুই জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও মো. ওয়াহিদুল ইসলামসহ ১৩ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়।
মঙ্গলবার (২৯ জুলাই) দুদক সমন্বিত জেলা কার্যালয় এ সংক্রান্ত নোটিশ মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়, সাবেক দুই জেলা প্রশাসকসহ অভিযুক্তদের কাছে পাঠিয়েছে ।
দুদক সূত্র জানায়, পদ্মা রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন জন্য দুদক মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানকে দলনেতা ও উপ-সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপুকে সদস্য করে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
আরো পড়ুন:
খুকৃবির সাবেক উপাচার্যসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
কুবির নতুন ক্যাম্পাসের জমি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, তথ্য চেয়েছে দুদক
অনুসন্ধান সংশ্লিষ্ট তথ্যাদি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ৮ অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে যাদের বিরুদ্ধে বিভিন্ন তথ্য এবং চাহিদাপত্র চেয়ে নোটিশ প্রদান করা হয়েছে তারা হলেন- মাদারীপুর সাবেক জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম, সাবেক জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্র, মাদারীপুরের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস।
মোহাম্মদ সুমন শিবলী, প্রমথ রঞ্জন ঘটক, আল মামুন, মো. নাজমুল হক সুমন, মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের কানুনগো (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন, মো. আবুল হোসেন, রেজাউল হক এবং মাদারীপুর কালেক্টরেট রেকর্ড রুম শাখার রেকর্ড কিপার মানিক চন্দ্র মন্ডল।
দুর্নীতি দমন কমিশন মাদারীপুরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, “মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ও ড. রহিমা খাতুনসহ ১৩ জনের বিরুদ্ধে তথ্য ও বিভিন্ন চাহিদাপত্র চেয়ে দুর্নীতি দমন কমিশন মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত নোটিশ অভিযুক্তদের কাছে পাঠানো হয়েছে।”
ঢাকা/বেলাল/মাসুদ