পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবতে যাওয়া ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনের মৃত্যু হয়েছে। ছোট বোনটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মৃত শিশুর নাম মুনতাহা (৮)। চিকিৎসাধীন শিশুর নাম আয়েশা (৬)। তারা একই এলাকার আবু সায়েদের মেয়ে।

পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দার বরাতে সাকোয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন অর রশিদ বলেন, আজ বিকেলে বৃষ্টি হচ্ছিল। এ সময় প্রতিবেশী শিশুদের সঙ্গে বৃষ্টিতে ভিজতে বের হয় মুনতাহা ও আয়েশা। বৃষ্টিতে খেলার এক পর্যায়ে হঠাৎ বাড়ির পাশের পুকুরে পা পিছলে পড়ে যায় আয়েশা। পানিতে ডুবতে দেখে পুকুরে নেমে ছোট বোনকে উদ্ধার করতে যায় মুনতাহা। সাঁতার না জানায় তারা দুজনই পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা শিশু দুটিকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় মুনতাহাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ছোট বোন আয়েশা সেখানে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম নত হ

এছাড়াও পড়ুন:

ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।

ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”

জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।

ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ