কোরবানি ঈদের আগে দেশের বাজারে আরেক দফা সোনার দাম বাড়ল। এ দফায় ভরিতে সর্বোচ্চ দাম বেড়েছে ২ হাজার ৪১৫ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। নতুন এই দাম আজ শুক্রবার থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানায়। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার (পিউর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

সর্বশেষ গত ২১ মে দেশের বাজারে সর্বশেষ সোনার দাম বেড়েছিল। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। গতকাল রাত পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল দেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৩৪২ টাকা বেড়েছিল। তখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। দেশের বাজারে সেটিই ছিল এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে আজ শুক্রবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা।

দেশের বাজারে গতকাল রাত পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকায় বিক্রি হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। সেই হিসাবে ২২ ক্যারেট সোনায় ২ হাজার ৪১৫ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ২৯৭ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৯৭১ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৬৯১ টাকা দাম বেড়েছে।

গত বছর কোরবানি ঈদের সময় ২২ ক্যারেট মানের সোনার ভরি ছিল ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ভরিতে সোনার দাম বেড়েছে প্রায় ৫৬ হাজার ৮৮৬ টাকা।

ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা বলছেন, মূল্যস্ফীতির বিবেচনায় সোনার এই মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এ কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে আগের তুলনায় সোনার গয়না কেনার পরিমাণ কমেছে। তবে ধনীদের সোনা কেনার পরিমাণ আবার বেড়েছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে অনেক ধনী ব্যক্তি সোনা কিনে রাখছেন। আবার অনেকে বাড়তি দাম পেয়ে সংগ্রহে থাকে পুরোনো সোনার গয়না বিক্রি করছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২২ ক য র ট

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায়  সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরিফ (২০) নামের আরও একজন। 

শনিবার (১ নভেম্বর ) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার পঞ্চবটি মেথর খোলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের  জুয়েল মিয়া (৪০) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। 

তিনি পেশায় একজন দর্জি ছিলেন। নিহত জুয়েল বর্তমানে ফতুল্লার মুসলিম নগরে সালাম আহমেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পারাপারের সময় ময়দা ও আটা বোঝাই দুটি ট্রাকের মাঝখানে পড়ে দুজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শহরের  খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত আরিফুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

 সংবাদ পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক আবু রায়হান নুর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুটি ট্রাক থানায় নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত)আনোয়ার হোসেন জানান,দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুটি ট্রাক থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

সম্পর্কিত নিবন্ধ