ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে ভক্তদের মুগ্ধ করেছেন। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী।
অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন রাশমিকা। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। ব্যক্তিগত জীবনে বিলাসবহুল জীবনযাপন করে থাকেন রাশমিকা। দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের তালিকায়ও তার নাম রয়েছে। কিন্তু কত টাকার মালিক রাশমিকা?
ফোর্বসের তথ্য অনুসারে, ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৬৬ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৯৪ কোটি ১২ লাখ টাকা) মালিক। ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে শ্রীবল্লী চরিত্রে অভিনয় করেন রাশমিকা মান্দানা। এ সিনেমা তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়। সিনেমাটির জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নেন এই অভিনেত্রী। সাধারণত, প্রতি সিনেমার জন্য রাশমিকা নিয়ে থাকেন ৪-৮ কোটি রুপি।
আরো পড়ুন:
বক্স অফিসের দৌড়ে কী ক্লান্ত সালমান-রাশমিকা?
কত টাকা আয় করল সালমান-রাশমিকার সিনেমা?
সিনেমা ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বিজ্ঞাপনে মডেল হয়েও মোটা অঙ্কের অর্থ আয় করে থাকেন রাশমিকা। প্লামের মতো প্রসাধনী প্রতিষ্ঠানে বিনিয়োগও করেছেন তিনি। বেঙ্গালুরুতে তার বিলাসবহুল বাংলো রয়েছে; যার মূল্য ৮ কোটি রুপি। এছাড়াও মুম্বাই, গোয়া কুর্গ ও হায়দরাবাদে রাশমিকার সম্পদ রয়েছে।
অন্য তারকাদের মতো গাড়ির প্রতি টান রয়েছে রাশমিকার। তার গ্যারেজে শোভা পাচ্ছে বিভিন্ন মডেলের বিলাসবহুল গাড়ি। যেমন: অডি কিউ৩, রেঞ্জ রোভার স্পোর্টস, টয়োটা ইনোভা, হুন্দাই ক্রেটা এবং একটি মার্সিডিজ বেঞ্জ সি-ক্লাস।
আইএমডিবির তথ্য অনুসারে, একের পর এক সফল সিনেমা উপহার দিচ্ছেন রাশমিকা মান্দানা। তার অভিনীত ‘ছাবা’ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। পিরিয়ড-ড্রামা ঘরানার সিনেমাটির জন্য রাশমিকা পারিশ্রমিক নেন ৪-৮ কোটি রুপি।
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা মান্দানা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক এ চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী।
এরপর ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’ ‘অ্যানিমেল’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেন তিনি। বর্তমানে রাশমিকার হাতে রয়েছে— ‘কুবেরা’, ‘দ্য গার্লফ্রেন্ড’, ‘থামা’ সিনেমার কাজ। এর মধ্যে ‘কুবেরা’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। আর ‘থামা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন র জন য
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।