চট্টগ্রামের সাতকানিয়ায় ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে মাঠে ঢলে পড়েন এক যুবক। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের সৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যুবকের নাম মোহাম্মদ মামুনুর রশিদ। তিনি সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, মামুনুর রশিদ সৌদিপ্রবাসী ছিলেন। ঈদুল ফিতরের আগে ছুটিতে তিনি দেশে আসেন। আগামী রোববার সৌদি আরবের কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটি উপলক্ষে গ্রামের যুবকেরা গতকাল রাতে বাতি জ্বালিয়ে ছদাহা ইউনিয়নের সৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন। মামুনুর রশিদও ওই ম্যাচে অংশগ্রহণ করেন। খেলার একপর্যায়ে অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে নগরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মামুনুর রশিদের বড় ভাই মোহাম্মদ হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, নগরের ওই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান হার্ট অ্যাটাকে মামুনুর রশিদের মৃত্যু হয়েছে। মামুনুর আগে থেকেই হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। তাঁর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে দুটি স্ট্যান্ট (রিং) পরানো হয়েছিল।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শুনেছি হার্ট অ্যাটাকে ওই যুবকের মৃত্যু হয়েছে। তিনি এলাকায় দানবীর হিসেবে পরিচিত ছিলেন। তাঁর ১৭ মাস বয়সী একটি মেয়েসন্তান আছে। আজ বুধবার জোহরের নামাজের পর তাঁর লাশ দাফনের কথা রয়েছে।’

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ফকিরহাট এলাকায় আশরাফুর রহমান (১৪) নামের এক কিশোর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। গত শুক্রবার সে জ্বরে আক্রান্ত হয়। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পৌর সদরের জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়।

আশরাফুর রহমান ওই এলাকার মিজানুর রহমানের একমাত্র ছেলে। সে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীতাকুণ্ডে এই প্রথম একজন মারা গেল।

আশরাফুর রহমানের দাদা এম এ আলীম আলী প্রথম আলোকে বলেন, গত শুক্রবার তাঁর নাতির জ্বর আসে। সামান্য ব্যথাও ছিল। জ্বর কমছে না দেখে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর আশরাফুরকে পৌর সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সোমবার রাতে তার অবস্থার অবনতি হয়। আজ ভোর পাঁচটার দিকে সে মারা যায়। দুপুরে মডেল মসজিদ এলাকায় জানাজার নামাজ শেষে ফকিরহাট নলুয়া দিঘি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আশরাফকে।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি হাসপাতালের দায়িত্বগত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই কিশোর ভালো ছিল। আজ ভোর চারটার দিকে তার পাতলা পায়খানা ও খিঁচুনি হয়। এরপর তারা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পথে কিশোরটি মারা যায়।

সীতাকুণ্ডে আজ এক দিনেই ৬ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন।

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই অভ্যুত্থানের সময় ভিপিএনও বন্ধ করে দেওয়া হয়েছিল
  • রূপ নয়, সাহস দিয়ে জয় করা এক নায়িকা
  • টানা দুই জয়ের পর এবার হার বাংলাদেশের যুবাদের
  • ভারতের অর্থনীতি মৃত, ট্রাম্প ঠিকই বলেছেন: রাহুল
  • হেনরির ৬ উইকেটের পর দুই ওপেনারে নিউজিল্যান্ডের দিন
  • অসুখবিসুখে কষ্ট পেয়ে, বিছানায় পড়ে বাঁচতে চাই না: ববিতা
  • নিশ্ছিদ্র দাপটে উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ও অলিম্পিকে ব্রাজিল
  • যে জীবন মানুষের উপকারে আসে না, সে জীবন সার্থক নয়: ববিতা
  • প্রেমের টানে চীনা যুবকের বাংলাদেশে এসে বিয়ে
  • চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর