টাঙ্গাইলে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু
Published: 11th, June 2025 GMT
টাঙ্গাইলের গোপালপুর ও বাসাইলে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জুন) দুপুরে গোপালপুরের হাট বৈরান ও বাসাইলের পিকনিক স্পর্ট বাসুলিয়ায় (চাপড়া বিল) এ ঘটনা ঘটে।
জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম, ইমন, রাব্বি, সামিউল ও ফরিদসহ ৭ জন বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে বাসুলিয়ায় বেড়াতে যায়। পরে দুপুর দেড়টার দিকে তারা বাসুলিয়ায় একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে বিলের মাঝখানে থাকা হিজল গাছের পাশে গিয়ে গোসলে নামে। গোসল শেষে তারা সড়কের দিকে ফেরার পথে জাহিদুল ইসলাম আবারও নৌকা থেকে লাফ দিয়ে পানিতে ডুবে যায়।
এ সময় তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা তাকে খুঁজতে পানিতে নামে। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
জাহিদুলের সঙ্গে আসা তার বন্ধু ইমন বলেন, “আমরা ৭ জন বন্ধু মিলে বাসুলিয়ায় বেড়াতে আসি।পরে ইঞ্জিনচালিত একটি নৌকা ভাড়া করে বিলের মাঝখানে গিয়েছিলাম। গোসল শেষে ফেরার পথে জাহিদুল আবার পানিতে লাফ দিয়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নাহিদ খান সোহাগ বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
বাসাইল থানার এসআই ফরিদ আহমেদ বলেন, “নিহতের লাশটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবার এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে গোপালপুর পৌরসভার হাট বৈরান কুমারপাড়া এলাকায় বৈরান নদীতে দুপুরে নদীতে গোসল করতে আসে তিন চার জন বন্ধু। পরে দুজন নদীতে নামে একজন উপরে দাঁড়িয়ে থাকে দুজনের মধ্যে কেউ সাঁতার জানতো না একজন সেখানেই ডুবে যায়, অন্যজন কোনভাবে উঠে আসতে পারে পরে স্থানীয় লোকজন এসে খোঁজাখুঁজি করে কিন্তু খোঁজ পায়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মো.
ঢাকা/কাওছার/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ