কুমিল্লায় চাচা শ্বশুর গরম পানি দিয়ে স্বপ্না আক্তার নামে গৃহবধূর শরীর ঝলসে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বেনিখলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্বপ্না আক্তার প্রবাসী নাছির উদ্দিন মোল্লার স্ত্রী। ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়েছেন চাচা শ্বশুর আবদুল কুদ্দুস মোল্লা। 

স্বপ্নার স্বজনরা জানান, স্বপ্না আক্তারের স্বামী নাছির উদ্দিন মোল্লা সৌদি আরবে থাকেন। বুধবার সকালে নিজ বাড়ির উঠানে ভাত রান্না ও গরুর জন্য পানি গরম করছিলেন স্বপ্না। চুলার ধোঁয়া তাদের ঘরে যাচ্ছে এমন অভিযোগ তুলে স্বপ্নার কাছে গিয়ে তাঁর শ্বশুর আবদুল খালেক মোল্লাকে গালাগালি করতে থাকেন চাচা শ্বশুর আবদুল কুদ্দুস মোল্লা। তখন প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে চুলায় বসানো গরম পানি স্বপ্নার শরীরে ঢেলে দেন। বাড়ির লোকজন সংকটাপন্ন অবস্থায় স্বপ্নাকে প্রথমে দেবিদ্বার উপজেলার একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হয়।

স্বপ্নার সঙ্গে থাকা তাঁর ভগ্নিপতি জসিম উদ্দিন সবুজ মোবাইল ফোনে জানান, স্বপ্নার শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে, যন্ত্রণায় ছটফট করছেন। নুসরাত আক্তার (৭) ও জিহান মোল্লা (৩) নামে দুটি সন্তান রয়েছে স্বপ্নার। 

স্বপ্নার শাশুড়ি ফিরোজা বেগম বলেন, ‘কুদ্দুস মোল্লা আমার ভাসুর। রান্নাঘরের চুলার ধোঁয়া তাদের ঘরে নাকি ঢুকে, এ নিয়ে আমাদের সঙ্গে বিরোধ। এ বিষয় নিয়ে আরও কয়েকবার কথা-কাটাকাটি হয়। এমন তুচ্ছ ঘটনা নিয়ে গরম পানি ঢেলে আমার ছেলের বউয়ের শরীর জ্বালিয়ে দিবে তা ভাবতেও পারিনি।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আবদুল কুদ্দুস মোল্লার সঙ্গে মোবাইল ফোনে কল দিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন কল রিসিভ করেননি।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর আবদুল কুদ্দুস মোল্লা পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গরম প ন আবদ ল ক দ দ স ম ল ল র আবদ ল গরম প ন

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ