সাংবাদিক ফারজানা রুপা তার মাকে শেষ বিদায় জানাতে বুধবার প্যারোলে মুক্তি পান। তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদও একই সময়ে মুক্তি পান। 

গত মঙ্গলবার সন্ধ্যায় ফারজানা রুপার মা হোসনে আরা বেগম (৮০) বার্ধক্যজনিত রোগে মারা যান। প্যারোলে মুক্তি পেয়ে রাত ৯টার দিকে এই সাংবাদিক দম্পতি ময়মনসিংহের সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধারিয়াকান্দা গ্রামে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত–উল ফরহাদ সমকালকে বলেন, গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে শাকিল আহমেদ এবং ফারজানা রূপা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেখান থেকেই তাদের পুলিশ হেফাজতে দেওয়া হয়। বিকেল ৩টার দিকে বের হওয়ার কথা থাকলেও তারা দেরিতে কারাগার থেকে বের হন। এরপর তাদের বিশেষ সতর্কতায় ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়।

বাড়িতে পৌঁছানোর পর ফারজানা রুপা ও শাকিল আহমেদকে দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। ফারজানা রুপার ভাগনে নবনীল সরকার বলেন, ‘তারা রাত ৯টার দিকে বাড়িতে আসেন। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।’ মায়ের মৃত্যুতে ফারজানা রুপা গভীরভাবে শোকাহত।

বুধবার বাদ আছর হোসনে আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় এই দম্পতিকে গত ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক  এবং তার স্ত্রী ফারজানা রুপা টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

ফিরোজ হোসেন জানান, সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল দম্পতি রাত ৯ টায় পুলিশ প্রহরায় বাড়িতে পৌঁছান। পরে তার মাকে শেষ বিদায় জানিয়ে ৯টা ৩০ মিনিটে আবার ঢাকায় কারাগারের উদ্দেশ্যে রওনা দেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ময়মনস হ শ ক ল আহম দ

এছাড়াও পড়ুন:

রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা জানেন?

বছরের শেষ লগ্নে মুক্তির পর আলোচনায় রয়েছে ‘ধুরন্ধর’ সিনেমা। আদিত্য ধর পরিচালিত এ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। সিনেমাটিতে জুটি বেঁধেছেন বলিউড অভিনেতা রণবীর সিং ও সারা অর্জুন। কেবল বক্স অফিস নয়, দর্শক-সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছেন রণবীর-সারা। 

‘ধুরন্ধর’ সিনেমায় যখন রণবীর সিংয়ের বিপরীতে সারা অর্জুনকে কাস্ট করা হয়, তখনই বিতর্কের মুখে পড়েছিলেন এই জুটি। বিশেষ করে রণবীর সিং। কারণ সারা অর্জুনের চেয়ে ২০ বছরের বড় এই নায়ক। হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি বাঁধার ব্যাপারটি তখন ইতিবাচকভাবে গ্রহণ করেননি তার ভক্ত-অনুরাগীরা। তবে সেসবই এখন অতীত। পাশা উল্টে গেছে—একই মুখে এখন ভক্ত-অনুরাগীরা সারা অর্জুনের প্রশংসা করছেন। 

আরো পড়ুন:

পাঁচ দিনে ‘ধুরন্ধর’ সিনেমার আয় ৩০৬ কোটি টাকা

বছর শেষে রণবীরের ‘ধুরন্ধর’ সিনেমার হালচাল কী?

 

২০০৫ সালের ১৮ জুন মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সারা অর্জুন। তার আরেক পরিচয় তিনি ভারতীয় জনপ্রিয় অভিনেতা রাজ অর্জুনের কন্যা। ফলে একটি সংস্কৃতিমনা পরিবারে তার বেড়ে ওঠা। মুম্বাইয়ে স্কুলের পড়াশোনা শেষ করেন সারা অর্জুন।  

 

মাত্র ১৮ মাস বয়সে প্রথমবার বিজ্ঞাপনে কাজ করেন সারা অর্জুন। বিজ্ঞাপনটিতে তার বাবা–মায়ের সঙ্গে একটি মলে দেখা যায় তাকে। এরপর ম্যাকডোনাল্ড’সসহ বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক বিজ্ঞাপনে কাজ করেন তিনি। মাত্র পাঁচ বছর বয়সেই ভারতের অন্যতম পরিচিত শিশুশিল্পী হয়ে ওঠেন সারা। 

 

দুই বছর বয়সে পরিচালক বিজয়ের একটি বিজ্ঞাপনে অভিনয় করেন সারা অর্জুন। কিন্তু এরপর সারার পরিবারের সঙ্গে বিজয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মুম্বাই সফরের সময় আবার তাদের সঙ্গে দেখা হয় এই নির্মাতার। এ সাক্ষাতে বিজয় তার ‘দেবা তিরুমাগার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। তামিল ভাষার এ সিনেমায় সারা যাতে তামিল সংলাপগুলো বলতে পারেন, এজন্য তার বাবা–মা তাদের তামিল বন্ধু মহেশ্বরীর সাহায্য নেন। এ সিনেমায় যখন সারা অভিনয় করেন, তখন তার বয়স মাত্র ৬ বছর। মুক্তির পর সিনেমাটি যেমন প্রশংসা কুড়ায়, তেমনি সারাও শিশুশিল্পী হিসেবে খ্যাতি পান। 

 

এরপর সারা অভিনয় করে হিন্দি ভাষার অতিপ্রাকৃত ঘরানার ‘এক থি ডায়ান’ সিনেমায়। এটি পরিচালনা করেন কানান ইয়ার। একতা কাপুর প্রযোজিত এ সিনেমায় ‘মিশা’ চরিত্রে অর্থাৎ নায়িকার ছোট বোনের ভূমিকায় অভিনয় করেন তিনি। মুক্তির পর সমালোচকদের ইতিবাচক সমালোচনা পেলেও বাণিজ্যিকভাবে সফল হয়নি সিনেমাটি।

 

তারপর আর. সুন্দররাজন পরিচালিত ‘চিতরাইল নীলাকোরু’ সিনেমায় অভিনয় করেন সারা। তামিল ভাষার এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন। তবে খুবই অল্প প্রচারের পর সিনেমাটি মুক্তি পায়। পরের বছর ‘জয় হো’ সিনেমায় স্কুল গার্লের চরিত্রে অভিনয় করেন। তারপর বিজয় পরিচালিত ‘সিভাম’ সিনেমায় অভিনয় করেন সারা। তারকাখচিত এ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান সারা। ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘পোনিয়িন সেলভান’ সিনেমার দুই পার্টে অভিনয় করেন সারা অর্জুন।

 

তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি—চার ভাষার সিনেমায়ই কাজ করেছেন সারা অর্জুন। তবে মাত্র কুড়ি বছর বয়সে খ্যাতি কুড়ানো সারা অনেকটা যুদ্ধ করে ‘ধুরন্ধর’ সিনেমায় কাজের সুযোগ পান। এ বিষয়ে সিনেমাটির পরিচালক আদিত্য ধর বলেন, “কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা প্রায় ১ হাজার ৩০০টি অডিশন নিয়েছিলেন। আর শেষে সারা অর্জুনকেই বেছে নেওয়া হয়। সে অসাধারণ, সবার মধ্যে সেরা।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • পরীক্ষা রেখে শিক্ষকদের আন্দোলন করাটা যুক্তিযুক্ত হয়নি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • দেয়াল টপকে ভেতরে ঢুকে মাস্ক পরা যুবক, এরপর জেলা নির্বাচন কার্যালয়ে আগুন
  • তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর
  • হাদিকে গুলি: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
  • রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা জানেন?
  • ডিজির সঙ্গে তর্ক, ক্ষমা চেয়ে দায়িত্বে ফিরলেন সেই চিকিৎসক
  • ক্ষমা পেয়ে কাজে যোগ দিলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ
  • নান্দাইলে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশালমিছিল
  • মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ধরিয়ে দেন শাশুড়ি 
  • অশ্রুসিক্ত ক্যামেরায় সম্ভ্রমহারার ছবি