ভাইকে বাঁচাতে পুকুরে নামে বোন, ডুবে মারা গেল দুজনই
Published: 12th, June 2025 GMT
ফরিদপুরের সালথায় নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো তানহা (৭) ও তার ভাই আবু তালহা (৫)। তারা মধুখালী উপজেলার নলিয়া জামালপুর বাজারসংলগ্ন নওপাড়া গ্রামের মুদিদোকানদার সুমন শেখের সন্তান।
আরও পড়ুনঘাটাইলে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুরে পাওয়া গেল ২ ভাইয়ের মরদেহ৫৮ মিনিট আগেপরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঈদের দুই দিন পর গত মঙ্গলবার মা মিতা বেগমের সঙ্গে সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায় তানহা ও তালহা। আজ বেলা ১১টার দিকে কাউকে না জানিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আবু তালহা। একপর্যায়ে সে ডুবে যেতে থাকে। এ সময় বড় বোন তানহা তাকে উদ্ধারে পানিতে নেমে যায়। পরে দুজনেই পানিতে ডুবে যায়। প্রতিবেশী এক নারী তাদের পুকুরে নামতে দেখেছিল। কিছু সময় পর শিশুদের সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে ওই দুই শিশুকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকিলা আজাদ বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
হাসপাতাল থেকে খবর পেয়ে ওই শিশুদের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে জানিয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।