ওপেনএআই আনল নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ওথ্রি-প্রো; যে সুবিধা পাওয়া যাবে
Published: 12th, June 2025 GMT
বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই তাদের সর্বশেষ রিজনিং মডেল ওথ্রি-প্রো উন্মুক্ত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি এখন পর্যন্ত তাদের তৈরি সবচেয়ে দক্ষ ও উন্নত মডেল। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ঘোষণায় ওপেনএআই জানায়, পূর্ববর্তী সংস্করণ ওথ্রির তুলনায় নতুন এই মডেল লেখালেখি, প্রোগ্রামিং, তথ্য বিশ্লেষণ, গণিত ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি এনেছে। পর্যালোচকদের উদ্ধৃতি দিয়ে ওপেনএআই বলেছে, ওথ্রি-প্রো পরিপূর্ণতা, নির্দেশনা অনুসরণ এবং নির্ভুলতার দিক থেকে আগের যেকোনো মডেলের তুলনায় এগিয়ে। বর্তমানে ওথ্রি-প্রো ওপেনএআইয়ের প্রোগ্রামিং ইন্টারফেস এবং চ্যাটজিপিটি প্রো ও টিম সংস্করণে ব্যবহারের জন্য উন্মুক্ত রয়েছে। আগামী সপ্তাহে এটি এন্টারপ্রাইজ ও এডু গ্রাহকদের জন্য চালু করা হবে।
রিজনিং মডেল এমন একধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, যা কোনো সমস্যাকে ধাপে ধাপে বিশ্লেষণ করে সমাধানে পৌঁছাতে পারে। ওপেনএআই বলছে, এই পদ্ধতির ফলে ফলাফল হয় আরও নির্ভরযোগ্য ও যুক্তিযুক্ত। প্রতিষ্ঠানটির দাবি, ওথ্রি-প্রো বিশেষত গণিত, বিজ্ঞান ও কোডিংয়ের মতো জটিল কাজগুলোতে দারুণ দক্ষতা দেখাতে সক্ষম। প্রকাশিত বেঞ্চমার্ক ফলাফলেও দেখা গেছে, এটি আগের দুটি সংস্করণ ওয়ান-প্রো এবং ওথ্রির চেয়ে এগিয়ে।
তবে রিজনিং মডেলকে ঘিরে কিছু সীমাবদ্ধতার বিষয়ও সামনে এসেছে। অ্যাপলের গবেষকেরা এক পরীক্ষায় দেখিয়েছেন, ক্ল্যাসিক ধাঁধা ‘টাওয়ার অব হ্যানয়’ সমাধানে ওপেনএআইয়ের ওথ্রি-মিনি মডেল জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং শেষ পর্যন্ত সমস্যার সমাধান দিতে ব্যর্থ হয়েছে, যদিও কম্পিউটিং ক্ষমতা যথেষ্ট ছিল। তবে অনেক বিশেষজ্ঞ বলছেন, এটি ছিল একটি নির্দিষ্ট পরিস্থিতিতে পরিচালিত পরীক্ষা। সেখানে মানুষের পারফরম্যান্সের সঙ্গে মডেলের তুলনাও করা হয়নি। এর ফলে রিজনিং মডেলের সামগ্রিক দক্ষতা সম্পর্কে নিশ্চিত ধারণা দিতে এ গবেষণা এককভাবে যথেষ্ট নয়।
ওথ্রি-প্রো চ্যাটজিপিটির বিভিন্ন টুল ব্যবহারের সুযোগ দেয়। এর মধ্যে রয়েছে ওয়েব ঘেঁটে তথ্য আনার সুবিধা, পাইথন চালানো, নথিপত্র বিশ্লেষণ এবং আগের আলাপচারিতার ভিত্তিতে ব্যবহারকারীর জন্য ব্যক্তিকৃত উত্তর তৈরির সক্ষমতা। তবে এই মডেলে এখনো ছবি তৈরির সুবিধা বা ওপেনএআইয়ের প্রজেক্টভিত্তিক ক্যানভাস ইন্টারফেস সমর্থিত নয়। এ ছাড়া টুল ব্যবহারের কারণে ওথ্রি-প্রো দিয়ে উত্তর পেতে সময় কিছুটা বেশি লাগতে পারে বলেও জানিয়েছে ওপেনএআই।
সূত্র: ম্যাশেবল
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা