ম্যানচেস্টার সিটি ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে নাপোলিতে যোগ দিয়েছেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। ইতালিয়ান সিরি ‘আ’ চ্যাম্পিয়ন দলের সভাপতি অরেলিও দে লরেন্তিস আজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে এ খবর জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডলে ডি ব্রুইনার সঙ্গে হাত মেলানোর ছবি পোস্ট করে নাপোলি সভাপতি লিখেছেন, ‘স্বাগত কেভিন।’
আরও পড়ুনসুপার ব্যালন ডি’অর ফিরলে জিততে পারেন কে, মেসি না রোনালদো১ ঘণ্টা আগেসংবাদমাধ্যম জানিয়েছে, ৩৩ বছর বয়সী ডি ব্রুইনা ইতালিয়ান সিরি ‘আ’ চ্যাম্পিয়নদের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন। চাইলে এই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে পারবেন। এই ক্লাবে ডি ব্রুইনা সতীর্থ হিসেবে পাচ্ছেন তাঁর জাতীয় দলের সতীর্থ রোমেলু লুকাকুকে।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব শিকাগো ফায়ার এর আগে ডি ব্রুইনাকে প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে সাড়া না দিয়ে ডি ব্রুইনার নাপোলিতে যোগ দেওয়ার অর্থ হলো আগামী মৌসুমে তিনি উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন।
ডি ব্রুইনার নাপোলিতে নাম লেখানোর খবর নিশ্চিত করা হয় ক্লাবটির যোগাযোগমাধ্যম হ্যান্ডলেও। মুকুট পরা ডি ব্রুইনার সিংহাসনে বসার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘কিং কেভ এখন এখানে।’
আরও পড়ুনপোল্যান্ড কোচের পদত্যাগ, ‘যুদ্ধ’ জিতলেন লেভা৫ ঘণ্টা আগে২০১৫ সালে জার্মান ক্লাব ভল্ফসবুর্গ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ডি ব্রাইনা। ইংল্যান্ডের ক্লাবটিতে ১০ বছরে ১৯টি বড় শিরোপা জেতেন তিনি। এই সময়ে নিজেকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবেও প্রতিষ্ঠিত করেন। ছয়বার প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ২০২৩ সালে চ্যাম্পিয়নস লিগও জেতেন।
তবে সিটিতে সর্বশেষ দুই মৌসুমে ফিটনেসজনিত সমস্যায় ভুগেছেন ডি ব্রুইনা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় সর্বশেষ দুই মৌসুমের বেশির ভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। প্রিমিয়ার লিগে দুবার মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী ডি ব্রুইনাকে এ প্রতিযোগিতার ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব র ইন র
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।