Prothomalo:
2025-07-31@07:39:11 GMT

ডি ব্রুইনা এখন নাপোলির

Published: 12th, June 2025 GMT

ম্যানচেস্টার সিটি ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে নাপোলিতে যোগ দিয়েছেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। ইতালিয়ান সিরি ‘আ’ চ্যাম্পিয়ন দলের সভাপতি অরেলিও দে লরেন্তিস আজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে এ খবর জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডলে ডি ব্রুইনার সঙ্গে হাত মেলানোর ছবি পোস্ট করে নাপোলি সভাপতি লিখেছেন, ‘স্বাগত কেভিন।’

আরও পড়ুনসুপার ব্যালন ডি’অর ফিরলে জিততে পারেন কে, মেসি না রোনালদো১ ঘণ্টা আগে

সংবাদমাধ্যম জানিয়েছে, ৩৩ বছর বয়সী ডি ব্রুইনা ইতালিয়ান সিরি ‘আ’ চ্যাম্পিয়নদের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন। চাইলে এই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে পারবেন। এই ক্লাবে ডি ব্রুইনা সতীর্থ হিসেবে পাচ্ছেন তাঁর জাতীয় দলের সতীর্থ রোমেলু লুকাকুকে।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব শিকাগো ফায়ার এর আগে ডি ব্রুইনাকে প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে সাড়া না দিয়ে ডি ব্রুইনার নাপোলিতে যোগ দেওয়ার অর্থ হলো আগামী মৌসুমে তিনি উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন।

ডি ব্রুইনার নাপোলিতে নাম লেখানোর খবর নিশ্চিত করা হয় ক্লাবটির যোগাযোগমাধ্যম হ্যান্ডলেও। মুকুট পরা ডি ব্রুইনার সিংহাসনে বসার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘কিং কেভ এখন এখানে।’

আরও পড়ুনপোল্যান্ড কোচের পদত্যাগ, ‘যুদ্ধ’ জিতলেন লেভা৫ ঘণ্টা আগে

২০১৫ সালে জার্মান ক্লাব ভল্‌ফসবুর্গ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ডি ব্রাইনা। ইংল্যান্ডের ক্লাবটিতে ১০ বছরে ১৯টি বড় শিরোপা জেতেন তিনি। এই সময়ে নিজেকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবেও প্রতিষ্ঠিত করেন। ছয়বার প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ২০২৩ সালে চ্যাম্পিয়নস লিগও জেতেন।

তবে সিটিতে সর্বশেষ দুই মৌসুমে ফিটনেসজনিত সমস্যায় ভুগেছেন ডি ব্রুইনা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় সর্বশেষ দুই মৌসুমের বেশির ভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। প্রিমিয়ার লিগে দুবার মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী ডি ব্রুইনাকে এ প্রতিযোগিতার ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব র ইন র

এছাড়াও পড়ুন:

রোনালদোর অদম্য ক্ষুধা, দুর্দান্ত পারফরম্যান্সে জেতালেন আল-নাসরকে

চলতি বছরের শুরুতে ৪০ পেরিয়ে গিয়েছেন। কিন্তু তার পা যেন বয়সকে পাত্তাই দেয় না। ফুটবল মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর উপস্থিতি মানেই উত্তেজনা, প্রত্যাশা আর গোলের গন্ধ। এবারও তার ব্যতিক্রম হলো না। এক প্রীতি ম্যাচে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে দারুণ এক গোল করে দলকে জয় এনে দিলেন পর্তুগিজ তারকা।

অস্ট্রিয়ার আন্টার্সবার্গ-অ্যারেনায় অনুষ্ঠিত এই গ্রীষ্মকালীন ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল সৌদি ক্লাব আল-নাসর। ম্যাচের ২৫তম মিনিটে ইয়ান বোহোর গোলে এগিয়ে যায় তুলুজ। কিন্তু খেলা তখনও শেষ হয়নি। কারণ, মাঠে ছিলেন রোনালদো।

৮ মিনিট পরই পাল্টা জবাব দেন আল-নাসরের ফরোয়ার্ড ওয়েসলি। প্রতিপক্ষের রক্ষণের ফাঁক গলে তার পাস পেয়ে বল জালে জড়ান রোনালদো, দারুণ এক ওয়ান টাচ ফিনিশে। সমতায় ফেরার পর আল-নাসরের খেলায় আসে নতুন ছন্দ।

আরো পড়ুন:

মেসির জাদুতে জয়ে ফিরল ইন্টার মায়ামি, ডি পলের অভিষেকে উচ্ছ্বাস

মেসি বনাম ইয়ামাল: ফিনালিসিমার সময়সূচি ঘোষণা

দ্বিতীয়ার্ধে একাধিকবার সুযোগ তৈরি করেন রোনালদো। একটি সুযোগ তো প্রায় নিশ্চিত গোল হয়ে যেত, যদি না জোয়াও ফেলিক্সের সঙ্গে বোঝাপড়ায় সামান্য ভুল হতো। বাঁ দিক থেকে আসা ক্রসটিতে দুজনই একসঙ্গে পা লাগাতে গিয়ে গোলটা মিস করেন।

তবে ম্যাচে তার প্রভাব ছিল চোখে পড়ার মতো। একাধিকবার দূরপাল্লার শটে তুলুজ গোলরক্ষককে ব্যতিব্যস্ত করে তোলেন। শুধু গোলই নয়, তার দৌড়, পাস, আর শারীরিক ভাষা বুঝিয়ে দিচ্ছিল; তিনি থামার মতো কেউ নন।

৭৬তম মিনিটে মোহাম্মদ মারান দুর্দান্ত এক হেডে আল-নাসরের জয় নিশ্চিত করেন। নাওয়াফ বুশালের দুর্দান্ত ক্রসে ভেসে ওঠা হেডটি সোজা গোললাইনের ভেতর গিয়ে জড়ায়।

ম্যাচ শেষে রোনালদো ফেসবুকে নিজের ‘সিউ’ উদযাপনের ছবি পোস্ট করে লেখেন, “এই ক্ষুধা কখনোই শেষ হবে না। আমরা কেবল শুরু করেছি।” তার এই বার্তা যেন একধরনের হুঙ্কার, এক নতুন লড়াইয়ের ইঙ্গিত।

আল-নাসরে যোগ দেওয়ার পর বড় কোনো শিরোপা জেতা না গেলেও রোনালদো থেমে থাকেননি। গত মৌসুমে সব মিলিয়ে ৩৫টি গোল করেছেন ক্লাবটির হয়ে। এবার নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত আল-নাসরে থাকছেন। লক্ষ্য এবার আরও বড়; ট্রফি জয় এবং ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা।

আল-নাসরের পরবর্তী প্রীতি ম্যাচ আগামী ১০ আগস্ট, স্পেনের পাওয়ার হর্স স্টেডিয়ামে লা লিগার ক্লাব আলমেরিয়ার বিপক্ষে। আর মৌসুমের প্রথম বড় লড়াই শুরু ১৯ আগস্ট, সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের বিপক্ষে। সেই লড়াইয়ের আগে রোনালদোর এই বার্তা একটাই— তাকে এখনো অনেক কিছু জিততে হবে!

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ