নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এ দুর্ঘটনায় মৃত্যু হয় মোটরসাইকেলে থাকা দুই আরোহীর। দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটি। শুক্রবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। একই দিন জয়পুরহাটের আক্কেলপুর, ভোলার লালমোহন, সিরাজগঞ্জের তাড়াশ, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও মাগুড়ায় সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর: 

শুক্রবার সকালে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় ড্রাম্প ট্রাকের পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু মো.

রাফি চৌধুরী (১৯) ও মো. বাপ্পি (২০) মারা যান। রাফি চৌধুরী চট্টগ্রাম নগরীর বাদামতলী বহদ্দারহাট এলাকার নাজিম উদ্দিন লিটনের ছেলে। মো. বাপ্পি একই এলাকার মো. বাবুলের ছেলে।

রাফি ও বাপ্পি কয়েকজন বন্ধুর সঙ্গে বান্দরবানের উদ্দেশে রওনা দেন। রাফি ও বাপ্পি একটি মোটরসাইকেলে ছিলেন। সকাল ৮টার দিকে তারা সাতকানিয়ার মৌলভীর দোকানে সামনে একটি ড্রাম্প ট্রাককে তাদের বহনকারী মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে তারা দু’জনই গুরুতর আহত হন। রাফিকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাপ্পিকে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাটের আক্কেলপুরে মাইক্রোবাস-ভটভটির সংঘর্ষে ভটভটি চালক মহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুপুর ২টার দিকে আক্কেলপুর-বগুড়া সড়কের গোপীনাথপুরে কড়ইতলীতে এ দুর্ঘটনা ঘটে। মহিদুল বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাবলা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, ভটভটিচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মাইক্রোবাসের চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন মো. জাবেদ হোসেন (২৫)। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ভোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে চালক শফিকুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন। তাঁকে অচেতন অবস্থায় বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান শফিকুল। শফিকুল তাড়াশ পৌর সদরের মৃত গঞ্জের আলী ফকিরের ছেলে।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নছিমন উল্টে খাদে পড়ে মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আলী আকবর (৬০) উপজেলার উচিৎপুরা ইউনিয়নের রায়পুরা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।

ভোরে আলী আকবর ছেলে মাহবুবুর রহমান ও সলিমউদ্দিন সলুকে নিয়ে নছিমনে করে গাউছিয়া মাছের আড়তের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ৮টার দিকে উচিৎপুরা রামচন্দ্রদী সড়কের গহরদী বাদশাবাড়িসংলগ্ন এলাকায় নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। 

মাগুরা-মহম্মদপুর সড়কের ধলহরা চাঁদপুর এলাকায় বিকেলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে লাল মোল্লা নামের এক আরোহী নিহত হয়েছেন। লাল মোল্লা মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ফুল মিয়া নামে আরেক মোটরসাইকেল আরোহী। 

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত এ দ র ঘটন উপজ ল র ঘটন য়

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জিডি

ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের খাসকান্দি সর্বজনীন শ্রীশ্রী কালী ও দুর্গামান্দিরের কালীপ্রতিমা ভাঙচুরের ঘটনায় থানায় জিডি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

গত বুধবার বিকেলের মধ্যেই প্রতিমার ভেঙে ফেলা অংশগুলো মেরামত করা হয়। ওই প্রতিমা নির্মাণশিল্পী কানাইপুরের বিজন পাল প্রতিমাটি মেরামত করেন। এ জন্য আনুষঙ্গিক ব্যয় হয়েছে আড়াই হাজার টাকা।

মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি বাসুদেব বিশ্বাস বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম আমাদের জানা নেই। এ জন্য মামলা হয়নি।’

বাসুদেব বিশ্বাস আরও বলেন, প্রতিমা মেরামতের টাকা জেলা পুলিশ দিতে চেয়েছিল। কিন্তু তাঁরা তা গ্রহণ না করে নিজেরাই এর ব্যয়ভার বহন করেন।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আলতাফ হুসাইন বলেন, আগামী রোববার (৩ আগস্ট) এলাকাবাসীকে নিয়ে ওই মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মন্দিরের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এলাকায় গোয়েন্দা তল্লাশি চালানো হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ৬টার মধ্যে কোনো এক সময় কানাইপুর ইউনিয়নের খাসকান্দি সর্বজনীন শ্রীশ্রী কালী ও দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

সম্পর্কিত নিবন্ধ