বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করার পর মাঝে এসেছিলেন জাতীয় দলের নির্বাচক হয়ে। সেই পদ থেকে ইস্তফা দিয়ে ঢাকা লিগে কোচিংয়ের অভিষেকেই চ্যাম্পিয়নশিপ অর্জন। নির্বাচকের মতো লোভনীয় পদ হান্নান সরকার ছেড়েছিলেন কোচিং পেশার জন্য। এবার তার কাঁধে অনূর্ধ-১৭ দলের কোচিংয়ের ভার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নির্বাচক থাকায় জাতীয় দলের পারফরম্যান্স কিংবা মূল্যায়ন তার নখদপর্ণে। এবার তার কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে। সাবেক এই ক্রিকেটার মনে করেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ড্র করাই বড় অর্জন হবে।

মিরপুরে সোমবার হান্নান সরকার বলেন, “শ্রীলঙ্কায় খেলা অনেক কঠিন। শ্রীলঙ্কার কন্ডিশনে আমাদের ফলাফলও তেমন আশানুরূপ নয়। তবে আমাদের বেশকিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। টেস্ট দলের হিসেবে ওদের চেয়ে আমাদের খেলোয়াড়রা বেশি অভিজ্ঞ.

...তাই সিনিয়র খেলোয়াড়রা গাইড করতে পারবে। এই সিরিজটা যে ২-০ তে জিততে হবে এমনটা আমি ভাবি না। আমার কাছে মনে জয় সিরিজটা ড্র কর‍তে পারলে সেটাও একটা অর্জন হবে।“

আরো পড়ুন:

আলিসের ফিরতে হবে পরের বিপিএলে

খুলনায় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতা শুরু

আগামীকাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শান্তর দল দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে। দলটির বিপক্ষে মাত্র ১টি টেস্ট জয়ের কীর্তি রয়েছে বাংলাদেশের। আর ৫টি ড্রয়ের বিপরীতে হার ২০টিতে। তার মধ্যে ২০১৩ সালে গল ও ২১ সালে পাল্লেকেলেতে ড্র করেছে বাংলাদেশ। সেই বিবেচনায় হয়তো হান্নান ড্রই বড় অর্জন মনে করেন।

হান্নান বলেন, “শ্রীলঙ্কার মাটিতে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। আমাদের পারফরম্যান্সের কথা যদি বলি...শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করলে আমরা বেশ পিছিয়ে আছি। তবে রেকর্ড দিয়ে তো আর সবসময় বিচার করা যায় না। আসলে টি-টোয়েন্টির পারফরম্যান্স নিয়েই তো আলোচনা হচ্ছে...... তবে আমাদের টেস্ট দলটা নিয়ে আশা করতেই পারি।

“ আমাদের দলে যারা আছে... সাদমান টেস্ট বিশেষজ্ঞ, মুমিনুল-মুশফিক খেলছে....শান্তও গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের, মিরাজ রয়েছে.....টি-টোয়েন্টির যে পারফরম্যান্স নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে টেস্টে কিন্তু আলাদা করে চিন্তা করার সুযোগ রয়েছে। কারণ আমাদের অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। টেস্টে যারা ভালো করবে বা ভালো খেলোয়াড় রয়েছে.... তারা কিন্তু টি-টোয়েন্টিতে ছিল না। তাই টেস্ট নিয়ে আমি ইতিবাচক চিন্তা করতে চাই। টেস্ট জেতা কঠিন হবে কিন্তু অসম্ভব না“-আরও যোগ করেন হান্নান। 
 

ঢাকা/রিয়াদ/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রফরম য ন স ড র কর আম দ র

এছাড়াও পড়ুন:

৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা

টানা খেলার ধকল কাটাতে জাতীয় দল এখন বিশ্রামে। ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন হচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। তবে দুই দল মিলিয়ে প্রায় ৪০ জন ক্রিকেটারের অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল আবহাওয়া। বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় ক্রিকেটারদের মধ্যেও হতাশা কাজ করছে।

১০ জুন প্রধান কোচ ডেভিড হেম্পের তত্ত্বাবধানে চট্টগ্রামে ক্যাম্প শুরু করে এইচপি। চট্টগ্রাম থেকে একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ৪৭ দিনে সব মিলিয়ে মাত্র ১১ থেকে ১২ দিন মূল মাঠে অনুশীলন করা গেছে। অন্য সময় ভাগে ভাগে স্কিল অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ হয়েছে ইনডোরে। তবে ইনডোরে টার্ফ বসানোর কাজ চলায় সেখানেও বিরতি দিতে হয়েছে।

আরও পড়ুনবিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’২৪ জুলাই ২০২৫

হাই পারফরম্যান্স দলের ম্যানেজার জুনায়েদ চৌধুরীর দাবি অবশ্য ভিন্ন। তিনি বলেছেন, তাঁরা ২৪-২৫ দিন মূল মাঠে অনুশীলন করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে এইচপির একাধিক ক্রিকেটার প্রথম আলোকে জানিয়েছেন, বৃষ্টির কারণে তাঁরা বেশির ভাগ দিনই অনুশীলন করতে পারেননি। জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত করতে এটি তাঁদের জন্য বড় সুযোগ। কিন্তু টানা বৃষ্টিতে অুশীলন করতে না পারায় তাঁদের মধ্যে হতাশা কাজ করছে।

প্রতিকূল আবহাওয়ায় চট্টগ্রামে এইচপি দলকে ঠিকমতো অনুশীলন করতে দেয়নি

সম্পর্কিত নিবন্ধ

  • স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে জুয়েল, অর্থাভাবে অনিশ্চিত ভুটান যাত্রা
  • রোনালদোর অদম্য ক্ষুধা, দুর্দান্ত পারফরম্যান্সে জেতালেন আল-নাসরকে
  • ৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা