দেশে সত্যিকারের গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হলে আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত—এই তিন ধরনের সংস্কারই করতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, ‘নাগরিকদের সুপ্রিমেসি প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করতে হবে। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে টাকার খেলা বন্ধ করতে হবে, নাগরিক সমাজকে সক্রিয় করতে হবে। একই সঙ্গে জবাবদিহির প্রতিষ্ঠানগুলোতে নাগরিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে।’

আজ সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর যেভাবে হতে পারে’ শিরোনামে এই বৈঠকের আয়োজন করে যৌথভাবে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও প্রথম আলো।

বৈঠকে বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা যখন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আলোচনা করছিলাম, তখন তৃণমূল থেকে কিছু কিছু লোক আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করতে সংসদ ভবনে এসেছিল। তারা কোনো দিন সংসদ ভবনের ধারেকাছেও আসেনি। তারা সংসদ ভবনটা দেখে অভিভূত হয়েছে যে এটা একটা সুন্দর বিল্ডিং (ভবন)। মানে তাদের চোখ ছানাবড়া হয়ে গিয়েছে। তারা তখন নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছিল, আমি শুনতে পেয়েছি তারা বলছিল “এই সুন্দর এত সুন্দর বিল্ডিংটা, কিন্তু এত কুৎসিত লোক এখানে বাসা বেঁধেছে।”.

..ওই মন্তব্য থেকে আমরা একটা দিকনির্দেশনা পেয়েছিলাম। আমাদের কাছে সুস্পষ্ট হয়েছে যে এক দিনের নির্বাচনী গণতন্ত্র শুধু গোষ্ঠীতন্ত্রই নয়, দুর্বৃত্তায়িত একটা সমাজ গড়ে তুলেছে।

বদিউল আলম মজুমদার বলেন, আমাদের নির্বাচনী ব্যবস্থাটা চরমভাবে দুর্বৃত্তদের কবলে পড়েছে। আমাদের রাজনৈতিক অঙ্গন চরমভাবে দুর্বৃত্তায়িত। এ ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছে টাকার খেলা। এমনকি এক দিনের গণতন্ত্র যদি আমাদের পরিণত করতে হয়, তাহলে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে দুর্বৃত্তমুক্ত করতে হবে। এ জন্য কতগুলো সুদূরপ্রসারী সংস্কার করতে হবে।...আমাদের বড় বড় যেসব দুর্নীতি হয়, বড় বড় যেসব অপকর্ম হয়, সেগুলো একধরনের রাজনীতিবিদ, একধরনের ব্যবসায়ী ও একধরনের আমলাদের যোগসাজশে হয়। আমাদের এর থেকে উত্তরণের পথ অবশ্যই খুঁজতে হবে।

ভোটভিত্তিক গণতন্ত্রকে পরিশোধিত করার জন্য নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের বিভিন্ন প্রস্তাবের কথা উল্লেখ করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘নাগরিক সমাজকে কার্যকর করার মাধ্যমে এখন আমাদের আরও পথ খুঁজতে হবে, যাতে সত্যিকার অর্থে ডেলিভারেটিভ ডেমোক্রেসি আমরা করতে পারি। রাজনীতিকে দুর্বৃত্তমুক্ত অবশ্যই করতে হবে।'

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস থ আম দ র র জন ত

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুর সমাধান আলোচনার টেবিলেই সম্ভব।’’

তিনি মনে করেন, আলোচনার মাধ্যমেই সমাধান এলে যেকোনো অসাংবিধানিক প্রক্রিয়া ঠেকানো যাবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আগামী নির্বাচনকে যদি অনিশ্চিত করা হয় বা বিলম্বিত করা হয়, তাহলে তার সুযোগ নেবে ফ্যাসিবাদী বা অসাংবিধানিক শক্তি। এর পরিণতি জাতি অতীতে বহুবার ভোগ করেছে। আমরা আবার সে পরিস্থিতি চাই না।’’

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে পৃথক এক প্রশ্নে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই সাংবিধানিকভাবে এই সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রপতির রেফারেন্সে দেওয়া সেই মতামত এখনো বহাল আছে। এর বিপরীতে সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত দেয়নি। তাই এ বিষয়ে প্রশ্ন তোলা আসলে রাজনৈতিক বক্তব্য, এর কোনো আইনি ভিত্তি নেই।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘যেকোনো সাংবিধানিক আদেশ জারি হলে তা আগামীকাল বা পরশু চ্যালেঞ্জ হতে পারে। আমরা এমন খারাপ নজির জাতির সামনে আনতে চাই না। তাই সমাধানের বিকল্প প্রস্তাব উত্থাপন করেছি। সবাইকে বিবেচনায় নিতে আহ্বান জানাচ্ছি।’’

পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘‘রাজনৈতিক দলের আন্দোলনের অধিকার আছে। তবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার বিষয় নয়, শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে।’’

তিনি সতর্ক করে বলেন, ‘‘পিআর পদ্ধতিতে ঝুলন্ত পার্লামেন্টের ঝুঁকি থেকে যায়। তাতে রাষ্ট্র ও জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হয় না। আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে পারি না।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘জনগণই হলো সর্বোচ্চ কর্তৃপক্ষ। এই দেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং বারবার গণতন্ত্রকে সংকট থেকে উদ্ধার করেছে।’’

আগামী সংসদে কিছু মৌলিক বিষয়ে সংশোধনের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি বলেন, ‘‘আমরা কিছু বিষয়ে ইতোমধ্যে একমত হয়েছি। তবে, ঐকমত্য কমিশনের সনদের ভেতরে যেসব পরিবর্তন হবে, সেগুলোতে অবশ্যই গণভোট নিতে হবে।’’

ঢাকা/আসাদ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ
  • আমেরিকানদের হাতে সময় আছে মাত্র ৪০০ দিন
  • হুংকার দিয়ে জাতীয় নির্বাচন ঠেকান যাবে না: জাহিদ হোসেন
  • বাংলাদেশ পরিবর্তনের মধ্যে রয়েছে: আইরিন খান
  • কেমন সংবিধান চান, জানালেন এনসিপি নেতা আখতার হোসেন
  • বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় ইইউ