বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যার দিকে উপজেলার কলসকাঠী গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতের নাম আসমা বেগম (৫৫)। তিনি উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী আবুল হোসেন জানান, মাগরিবের নামাজের পর মোবাইল ফোনে আসমা তাকে দেখতে চান। তিনি বাসায় ফিরে আসমাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় আসমাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

আরো পড়ুন:

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার আসামির ২০ বছর পর আত্মসমর্পণ 

কুলাউড়ায় স্কুলছাত্রী আনজুম হত্যার রহস্য উদঘাটন

নিহতের মেয়ে মৌসুমি আক্তার জানান, তার মাকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে সে সম্পর্কে তিনি কিছু জানেন না। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.

নাহিদ হাসান জানান, নিহতের গলায় ও ঘাড়ের ডান পাশে দুইটি বড় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে। 

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, কলসকাঠীতে একজন গৃহবধূকে হত্যার খবর পেয়েছি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

ঢাকা/পলাশ/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য অভ য গ ব ক রগঞ জ ন হত র উপজ ল

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ