দেশের জনসাধারণকে পুঁজিবাজার সংক্রান্ত বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করে তুলতে বিভাগ ও জেলা পর্যায়ে ‘ফাইন্যান্সিয়াল লিটেরিসি’ কার্যক্রম চলমান রয়েছে। তবে এ কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি এবার বিনিয়োগ শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ উদ্যোগ ও প্রচেষ্টাকে আরো বেগবান করতে দেশের একমাত্র রাষ্ট্রীয় সম্প্রচার গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) পচ্ছন্দের তালিকায় রাখা হয়েছে। এরই ধরাবাহিকতায় দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিটিভিতে জনস্বার্থে পুঁজিবাজার-বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করার জন্য অর্থ মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে বিএসইসি।

সম্প্রতি বিএসইসির ফাইন্যান্সিয়াল লিটেরিসি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একইসঙ্গে ওই চিঠির অনুলিপি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে যারা বিনিয়োগ করতে আসবেন, তারা যেন বিনা খরচে প্রয়োজনীয় বিনিয়োগ শিক্ষা নিয়ে বাজারে আসতে পারেন, সে জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তী পুনর্গঠিত বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বধীন কমিশন জনসাধারণের মাঝে বিনিয়োগ শিক্ষা ছড়িয়ে দিতে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশিজনদের বিনিয়োগ শিক্ষার প্রসার ও ব্যাপ্তি বাড়াতে আহ্বান জানানো হয়েছে।

একইসঙ্গে দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সহযোগিতায় দেশের সর্বত্র সব শ্রেণি-পেশার মানুষের দোরগোড়ায় বিনিয়োগ শিক্ষার প্রসার ও বিকাশে একত্রে কাজ করবে।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসি ২০১৭ সাল থেকে দেশব্যাপী ফাইন্যান্সিয়াল লিটারিসি কার্যক্রম শুরু করেছে, যা এখন পর্যন্ত চলমান রয়েছে। পুঁজিবাজারে যারা বিনিয়োগ করতে আসবে তারা যেন প্রয়োজনীয় বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হয়ে বাজারের ধরণ সম্পর্কে বুঝে বিনিয়োগ করতে পারে। সেজন্য বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা থাকা আবশ্যক, যা বিনিয়োগকারীদের ক্ষতি এড়াতে সহায়ক হবে।

এ লক্ষ্যে বিএসইসি’র একাডেমিক উইং হিসাবে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) বাজার মধ্যস্বতাকারীদের জন্য নতুন নতুন শিক্ষা কার্যক্রম এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ নিয়মিত পরিচালনা করছে। তাছাড়া দেশের প্রায় সব জেলাতে এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, এ উদ্যোগ এবং প্রচেষ্টাকে আরো বেগবান করতে গণমাধ্যম একটি অন্যতম মাধ্যম। তাই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) যেহেতু একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই বিটিভির মাধ্যমে পুঁজিবাজার সংক্রান্ত বিনিয়োগ শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করতে পারলে, তা দ্রুত বিনিয়োগকারীদের নিকট পৌঁছানো উল্লেখ্য বিটিভিতে পুঁজিবাজার-বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের অনুরোধ জানিয়ে বিএএসএম ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো.

মাহফুজ আলম বরাবর একটি পত্র প্রেরণ করেছে।

অতএব, দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিটিভিতে জনস্বার্থে বিনাখরচে পুঁজিবাজার-বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের জন্য একটি স্লট বরাদ্দের ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে একটি নির্দেশনা জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির মুখপাত্র ও পরিচালক রাইজিংবিডি ডটকমকে বলেন, “দেশের জনগণকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে এবং সচেতনতা বাড়াতে ফাইন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম চালু রয়েছে। বিনিয়োগকারীদের জন্য এ শিক্ষা আবশ্যক। এ লক্ষ্যে বিএসইসি'র একাডেমিক উইং হিসাবে বিএএসএম কাজ করে যাচ্ছে।”

তথ্য মতে, দেশের জনগণকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বিএসইসি। এরই ধরাবাহিকতায় বিএসইসির উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। পরবর্তীতে ২০১৬ সালে বিএসইসির উদ্যোগে প্রতিষ্ঠা করা ‘বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম)’। মূলত বিআইসিএম প্রতিষ্ঠার পর ২০১৭ সাল থেকেই দেশে বিনিয়োগ শিক্ষার প্রচার ও প্রসার শুরু হয়। বর্তমানে এ দুইটি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি আয়োজন করার মাধ্যমে শিক্ষিত বিনিয়োগকারী ও দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এদিকে বিনিয়োগ শিক্ষার বিষয়টি স্কুল কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যাগ নেয় বিগত সরকারের তৎকালীন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। স্কুলপর্যায়ের বিনিয়োগ শিক্ষা, একজন নাগরিককে পরিণত বয়সে আয়, ব্যয়, সঞ্চয় ও বিনিয়োগ সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হবে- এমনটি ভেবেই দেশে জনগণকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করতে বিশেষ ধরনের ‘ই-লার্নিং প্ল্যাটফর্ম’ গড়ার চিন্তা-ভাবনা করা হয়েছিল।

এরই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায় থেকে সচেতনতা বাড়াতে মাধ্যমিক থেকে পাঠ্যপুস্তকে বিনিয়োগ শিক্ষা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে বিনিয়োগ শিক্ষার বিষয়টি সিলেবাসে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করা হয়। একইসঙ্গে বিনিয়োগ শিক্ষার বিষয়ে মাস্টার্স বিভাগ চালু করার চিন্তা-ভাবনা করা হয়েছিল।

পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতে, দেশের পুঁজিজারে অধিকাংশই ক্ষুদ্র বিনিয়োগকারী, যারা যথাযথ বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত নয়। তারা তালিকাভুক্ত কোম্পানির আর্থিক বিবরণী এবং অন্যান্য প্রাপ্ত তথ্যাদি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেন না। তাই তারা গুজব, ধারণা ও আবেগের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত নেয়। এমনকি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা বৃহৎ বিনিয়োগকারীদের অনুসরণ করে থাকে।

ফলে বাজার কারসাজির সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। পুঁজিবাজারে ভুল বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়। তাই বিনিয়োগ শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হলে, বিনিয়োগকারীরা সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবেন। এতে পুঁজিবাজার স্থিতিশীলতা বাড়বে এবং কারসাজির সম্ভাবনা কমবে।

এ বিষয়ে জানতে চাইলে বিএএসএম’র মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরী রাইজিংবিডি ডটকমকে বলেন, “দেশের জনগণকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করে তুলতে বিএএসএম বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। এরই ধারাবাকিতায় আমারা ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বরাবর একটি পত্র প্রেরণ করেছি। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বিনিয়োগ শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করার জন্য প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নিয়েছে বিএএসএম।”

পুঁজিবাজারে বিনিয়োগ শিক্ষার প্রসারে কর্মকাণ্ড

গত বছরের ২৫ ফেব্রুয়ারি সর্বশেষ বিএসইসি ও বিএএসএম’র যৌথ উদ্যোগে জেলাপর্যায়ে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে রংপুর জেলাতে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স’ আয়োজন করে। তার আগের বছরের ১৮ মার্চ বগুড়ায় বিনিয়োগ শিক্ষা কনফারেন্সের আয়োজন করা হয়।

গত বছরের ২২ অক্টোবর জনসাধারণের মাঝে বিনিয়োগ শিক্ষা ছড়িয়ে দিতে বিএসইসি ও দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সর্বত্র সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে সরাসরি ও দ্রুত যোগাযোগের সুযোগকে কাজে লাগিয়ে বিনিয়োগ শিক্ষার প্রসার ও বিকাশ সাধারণ জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠান দুইটি একসঙ্গে কাজ করবে। রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তী বিএসইসির দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বধীন কমিশন এ উদ্যোগ গ্রহণ করে। তার আগে ৩০ সেপ্টেম্বর পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশিজনদের সঙ্গে বৈঠকে বিনিয়োগ শিক্ষার প্রসার ও ব্যাপ্তি বাড়ানো এবং পেশাজীবীদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছে বিএসইসি।

গত ৮ মে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্টের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অব শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক কর্মশালা আয়োজন করে ডিএসই।

গত ২২ মে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চট্রগ্রামের কার্যালয় সফর করেন ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলোজি চিটাগংয়ের (ইউএসটিসি) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। বিএসইসির নির্দেশনা অনুযায়ী এবং বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই প্রতিনিয়তই এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে।

গত ২৯ মে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

ঢাকা/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ন য় গ শ ক ষ য় শ ক ষ ত কর ব ন য় গ শ ক ষ র প রস র ও ব ফ ইন য ন স য় ল ল ট র স ব এসইস র ব এএসএম দ র জন য র লক ষ য পরবর ত ক জ কর পর য য় র কর র এক ড ম গ রহণ এরই ধ ধরন র

এছাড়াও পড়ুন:

বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে মো. সাইফুদ্দিন সিএফএ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে তিনি অফিসে যোগদান করেন।

এ দিন বিএসইসি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার (২৯ জুলাই) জারিকৃত প্রজ্ঞাপনে তাকে কমিশনার হিসেবে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেয়।

আরো পড়ুন:

সালভো কেমিক্যাল কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়

সূচকের বড় উত্থান, হাজার কোটি ছাড়াল লেনদেন

এ দিন বিএসইসির কমিশন সভা কক্ষে কমিশনের চেয়ারম্যান, অন্যান্য কমিশনার এবং শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে নবনিযুক্ত কমিশনার মো. সাইফুদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় দেয়া স্বাগত বক্তব্যে চেয়ারম্যান নবাগত কমিশনারের পুঁজিবাজার সংশ্লিষ্ট অভিজ্ঞতা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং বিএসইসি ও পুঁজিবাজারে তার ইতিবাচক অবদানের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, কমিশনার মো. সাইফুদ্দিন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি পুঁজিবাজার ও বাজার কাঠামোতে গঠনমূলক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন এবং সকল অংশীজনকে নিয়ে পেশাদারিত্বের সঙ্গে যৌথভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।পাশাপাশি, বিএসইসির কার্যক্রমকে বিনিয়োগকারীসহ অন্যান্য অংশীজনের কাছে ইতিবাচকভাবে উপস্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে পরিচিতিপর্ব শেষে উপস্থিত সবাই নবাগত কমিশনারকে স্বাগত জানান।

সাইফুদ্দিন দেশের অন্যতম শীর্ষ ব্রোকার হিসেবে পরিচিত। ২০০১ সালে তিনি আইডিএলসি ফাইন্যান্সে কর্মজীবন শুরু করেন এবং ২০০৯ সাল থেকে আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি একজন চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) এবং সিএফএ সোসাইটি বাংলাদেশের সদস্য।
 

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান