পেডিয়াট্রিক এন্ডোক্রাইন সোসাইটি অব বাংলাদেশ’-এর নতুন কমিটি গঠন
Published: 18th, June 2025 GMT
অধ্যাপক সৈয়দা আফরোজাকে সভাপতি ও অধ্যাপক রবি বিশ্বাসকে মহাসচিব করে ‘পেডিয়াট্রিক এন্ডোক্রাইন সোসাইটি অব বাংলাদেশ’-এর ৩৩ সদস্যের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
সম্প্রতি রাজধানীতে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১১ সালে শিশুদের হরমোনজনিত রোগের চিকিৎসার লক্ষ্যে অধ্যাপক নাজমুন নাহারসহ কয়েকজন শিশুরোগ-বিশেষজ্ঞের উদ্যোগে গঠিত হয় ‘পেডিয়াট্রিক এন্ডোক্রাইন সোসাইটি অব বাংলাদেশ’।
নবনির্বাচিত কমিটি শিশুদের হরমোনের তারতম্যঘটিত সব রোগের চিকিৎসায় মানোন্নয়ন এবং চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে বলে জানিয়েছে। এ ছাড়া সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছে সংগঠনটি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ
ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।
বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা।
রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান।
বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।
বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
তথ্যসূত্র: বাসস
ঢাকা/ইভা