অন্যান্য ব্যস্ত দিনের মতো বুধবারও যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ভিড় করেছেন সাংবাদিকেরা। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার শঙ্কা নিয়ে সিনেটরদের প্রতিক্রিয়া জানতে তাঁদের এই অপেক্ষা।

ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেন, বেশির ভাগ আমেরিকান চান না যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধে জড়াক।

তিনি বলেন, ‘ভার্জিনিয়া একটি সেনাবাহিনী বান্ধব রাজ্য হলেও সেখানকার মানুষ তাঁকে যুদ্ধ না চাওয়ার বার্তা দিয়েছেন।’ উল্লেখ্য, ভার্জিনিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্য বসবাস করেন।

কেইন আরও বলেন ‘মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের জন্য খুবই খারাপ সিদ্ধান্ত হবে।’

তিনি সতর্ক করে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, ইরানও পাল্টা জবাব দেবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পাল্টা হামলা করার কোনো দরকার নেই। আমি এটা বলছি এমন একজন হিসেবে, যিনি সব সময় ইসরায়েলকে সহায়তা দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র র

এছাড়াও পড়ুন:

আবারো জামায়াতের আমির হলেন শফিকুর রহমান

আবারো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তৃতীয়বারের মতো তিনি এই পদে নির্বাচিত হলেন।

রবিবার (২ নভেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ।

আরো পড়ুন:

হাসপাতালের নতুন ভবন চালুতে ১০ লাখ টাকা অনুদান দিল জামায়াত 

নির্বাচনে ‘অবিচল’ সরকার, যে যার শর্তে ‘অটল’ রাজনৈতিক দল

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের ‘আমির’ ঘোষণা করেন।

এর আগে, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের (সদস্য) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ