অন্যান্য ব্যস্ত দিনের মতো বুধবারও যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ভিড় করেছেন সাংবাদিকেরা। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার শঙ্কা নিয়ে সিনেটরদের প্রতিক্রিয়া জানতে তাঁদের এই অপেক্ষা।

ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেন, বেশির ভাগ আমেরিকান চান না যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধে জড়াক।

তিনি বলেন, ‘ভার্জিনিয়া একটি সেনাবাহিনী বান্ধব রাজ্য হলেও সেখানকার মানুষ তাঁকে যুদ্ধ না চাওয়ার বার্তা দিয়েছেন।’ উল্লেখ্য, ভার্জিনিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্য বসবাস করেন।

কেইন আরও বলেন ‘মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের জন্য খুবই খারাপ সিদ্ধান্ত হবে।’

তিনি সতর্ক করে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, ইরানও পাল্টা জবাব দেবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পাল্টা হামলা করার কোনো দরকার নেই। আমি এটা বলছি এমন একজন হিসেবে, যিনি সব সময় ইসরায়েলকে সহায়তা দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র র

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ