মিশন পাড়ার কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ক্রিকেটার ওবায়েদ উল্লাহ মনার ২২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বন্ধু মহলের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। 

শুক্রবার (২০ জুন) বাদ আছর শহরের মিশনপাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে ওবায়েদ উল্লাহ মনা ও মমিন উল্লাহ ডেভিডের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। 

এছাড়াও মাসদাইর কবরস্থানে ওবায়েদ উল্লাহ মনার কবর জিয়ারত করেন বন্ধু মহলের সদস্যরা।

এসময়ে দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.

আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক,  মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক সাহেব উল্লাহ্ রোমান, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রানা মুজিব, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব উল্লাহ তপন, বরকত উল্লাহ, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির ১ম সদস্য রাফি উদ্দিন রিয়াদ, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন প্রমুখ।

উল্লেখ্য, ওবায়েদ উল্লাহ মনা ছিলেন একজন প্রখর মেধাসম্পন্ন ক্রীড়াবিদ ও সমাজসেবক, যিনি এলাকার ক্রীড়াঙ্গনে অবদান রেখে চিরস্মরণীয় হয়ে আছেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব এনপ র সদস য

এছাড়াও পড়ুন:

পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদকস্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে বিভ্রান্তিকর গুজবের পরিবর্তে সঠিক সংবাদ প্রচারে দেশীয় গণমাধ্যমের ভূমিকার ওপর জোর দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন।

৮ সেপ্টেম্বর সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, “পূজা উপলক্ষে আশপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর বসে। এবার এসব মেলা হবে না। গাঁজা ও মদের আসর বসানো যাবে না।” তার এই মন্তব্যের বিরোধিতা করে বৃহস্পতিবার কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন চত্ত্বরে বিক্ষোভ করেছে ‘বাংলাদেশ (অভিবাসী) কমিউনিটি ইন ইন্ডিয়া’ নামের একটি সংগঠন। তাদের ভাষ্য, স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য কোনো ব্যক্তিগত মন্তব্য নয়, বরং ড. ইউনূস ও তার উপদেষ্টাদের সুপরিকল্পিত নীতি, যার লক্ষ্য বাংলাদেশ থেকে সনাতনীদের ধাপে ধাপে বিতাড়ন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সারাদেশে ৩৩ হাজারেরও বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ সময় গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। গুজব মোকাবিলায় গণমাধ্যমকেই সত্য সংবাদ পরিবেশন করতে হবে।”

অবসরপ্রাপ্ত সেনা, র‍্যাব এবং পুলিশ কর্মকর্তাদের নিয়োগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, অবসরপ্রাপ্ত সেনা, র‍্যাব এবং পুলিশ কর্মকর্তাদের রাষ্ট্রের প্রয়োজনে  নিয়োগ দেওয়া হচ্ছে এবং এতে কোনো সমস্যা নেই। নিয়ম মেনেই এ পদায়নগুলো হচ্ছে।

 

ঢাকা/এমআর/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর উপজেলা কমিটি গঠন
  • নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জাতীয় প্রেস ক্লাব সম্পাদক
  • সিদ্ধিরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের রূপকার সাংবাদিক আবদুল অদুদের সাথে মতবিনিময়
  • কলকাতায় পোড়ানো হলো ড. ইউনূসের কুশপুতুল 
  • ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: আইজিপি
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিঙ্গাইরের ৭৭ মণ্ডপে অনুদান বিতরণ
  • শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বন্দরে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত