ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি এক নারী উদ্যোক্তার প্রতারণার অভিযোগের মুখে পড়েছেন। শাড়ি স্পন্সর নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী, প্রমোশন না দেওয়ার অভিযোগ এনেছেন ওই উদ্যোক্তা। 

অভিযোগ ওঠার পরই তানজিন তিশা নিজের ফেসবুক পেজে ব্যঙ্গাত্মক একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হা হা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম!” 

আরো পড়ুন:

সড়ক দুর্ঘটনায় আলোচিত মডেলের মৃত্যু

আমাকে বিব্রত-বিরক্ত করে আপনাদের কী উপকার, প্রশ্ন এডলফের

এদিকে, নারী উদ্যোক্তা ঝিনুক গণমাধ্যমে জানান, তানজিন তিশা ইনস্টাগ্রামে তার পেজে নক দিয়ে একটি জামদানি শাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেন। পরে তিনি শাড়িটি স্পন্সর করার প্রস্তাব দেন এই শর্তে যে, তিশা সেটি পরে প্রমোশন করবেন। 

ঝিনুক বলেন, “তিশা আপা শাড়িটি পেয়ে ফোনে জানান এটি তার খুব পছন্দ হয়েছে। তিনি আমাকে আশ্বাস দেন কাজটি ভালোভাবে করবেন। কিন্তু এরপর দুই মাস পার হয়ে গেলেও তিনি কোনো প্রমোশন করেননি। আমি যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাইনি।” 

আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ঝিনুক বলেন, “দীর্ঘ ১০ মাস হয়ে গেছে। না তিনি প্রমোশন করেছেন, না শাড়ির দাম দিয়েছেন। এখন আমি চাই অন্তত শাড়ির টাকা ফেরত দিক। নাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।” 

তবে এ অভিযোগের বিষয়ে তানজিন তিশার পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন তানজিন তিশা। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ নামে একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হতে যাচ্ছে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক উদ য ক ত

এছাড়াও পড়ুন:

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢুকেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন সদস্যের প্রতিনিধি দল।

মঙ্গলবার (২১ অক্টােবর) সন্ধ্যায় প্রতিনিধি দলটি যমুনায় পৌঁছায়।

আরো পড়ুন:

সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে কখনো হয়রানি করবেন না

রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: ফখরুল

প্রতিনিধি দলের অন্য দুই হলেন-দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ