প্রথম দেখায় অজয়কে মনেই ধরেনি কাজলের
Published: 22nd, June 2025 GMT
অজয় দেবগন ও কাজল বলিউডের আলোচিত তারকা দম্পতি। তবে দুজনের ব্যক্তিত্ব আলাদা। অজয় চুপচাপ থাকতে পছন্দ করেন। তাই প্রথম সাক্ষাতে অজয়কে বিশেষ মনে ধরেনি কাজলের। কাজল অভিনীত সিনেমা ‘মা’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সিনেমাটির প্রচারে অজয়ের সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।
রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল জানান, তাঁর প্রেমকাহিনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র রাজ-সিমরানের মতো নয়। ১৯৯৫ সালে ‘হালচাল’ ছবির সময় প্রথম সাক্ষাৎ হয় তাঁদের। তখন অজয়ের প্রতি কাজলের কোনো অনুভূতি তৈরি হয়নি।
‘ও খুব শান্ত, চুপচাপ মানুষ ছিল। এখনো আছে। কথা কম বলত। সেটের বাইরেও চুপচাপ থাকত।’ বলেন কাজল।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ির শ্রমিক নিহত
রাজধানীর চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় সোহাগ হাওলাদার (৩০) নামের ঠেলাগাড়ির এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ রোববার বেলা সোয়া একটার দিকে চকবাজারের নাজিমুদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে।
সহকারী প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম বলেন, দুপুরে কেরানীগঞ্জ থেকে কারা সদর দপ্তরের দিকে যাচ্ছিল ট্রাকটি। ট্রাকটি চালাচ্ছিলেন মনসুর নামের এক চালক। নাজিমুদ্দিন রোডে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।
সোহাগের সহকর্মীরা বলেন, দুপুরে আগামাছি লেন থেকে তাঁরা চারজন মিলে ঠেলাগাড়িতে ইট বহন করে নাজিমুদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন। নাজিমুদ্দিন রোডের বড় মসজিদের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি প্রিজন ট্রাক ঠেলাগাড়িতে ধাক্কা দেয়। এতে সোহাগ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহাগকে উদ্ধার করে বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোহাগের সহকর্মী আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাক ও চালককে আটক করেছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সোহাগের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত সোহাগের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। বাবার নাম দুলাল হাওলাদার। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সোহাগ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন।