পরিবার ছাড়া দেখা নিষেধ সিনেমাটি ঈদের দুই সপ্তাহ পরও হাউজফুল যাচ্ছে
Published: 22nd, June 2025 GMT
সিনেমা হলে নতুন রঙে পুরোনো আবেগকে ফিরিয়ে আনছে সিনেমা ‘উৎসব’। পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার যে অভ্যাসটি অনেকটা হারিয়ে যেতে বসেছিল, ঈদুল আজহায় মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত এই সিনেমাটি যেন সেই পুরোনো অভ্যাসকেই ফিরিয়ে আনছে নতুন উদ্দীপনায়।
দর্শকদের কথায়, ‘উৎসব’ শুধুই একটি সিনেমা নয়-এ যেন এক স্মৃতির জানালা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে প্রেক্ষাগৃহের দর্শক সারি, সর্বত্রই এখন একটাই প্রতিক্রিয়া, এই সিনেমা দেখতে গিয়ে অনেকেই ফিরে গেছেন নিজের অতীতে, পরিবারের সঙ্গে কাটানো অমূল্য সময়ের স্মৃতিতে।
মুক্তির পর পেরিয়ে গেছে টানা দুই সপ্তাহ, তবু হলে দর্শকের ভিড় থামছেই না। বরং দিন যত যাচ্ছে, তত বাড়ছে আগ্রহ। ঢাকার প্রেক্ষাগৃহগুলোর অবস্থা এমন, আজ শনিবারের টিকিট নেই বললেই চলে, রোববারের অনেক শোও ইতিমধ্যে ‘সোল্ড আউট’। এমন হাউসফুল পরিস্থিতি বিরলই বলতে হয়।
এই মুহূর্তে দেশে সিনেমাটির মোট ৩১টি শো চলছে-এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে ২৪টি, ব্লকবাস্টার সিনেমাসে ৫টি এবং লায়নস সিনেমাসে ২টি। ১৪ দিনের মাথায় ‘উৎসব’ সিনেমার আয় দাঁড়িয়েছে ১ কোটি ৬৩ লাখ টাকারও বেশি।
ঈদে মুক্তি পাওয়া ছয়টি ছবির মধ্যে সবচেয়ে আলোচনায় থাকা শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’-এর সঙ্গে পাল্লা দিয়েই এগোচ্ছে ‘উৎসব’। বড় বাজেটের ছবির ভিড়ে সীমিত বাজেটের এই সিনেমাটি এখন ইন্ডাস্ট্রিতে আশার আলো দেখাচ্ছে।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানালেন, ‘উৎসব’ দর্শকহৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। তাঁর ভাষায়, ‘পরিবার নিয়ে দেখার মতো সিনেমা খুব কম আসছে এখন। “উৎসব” সেই জায়গায় জায়গা করে নিয়েছে। আমরা খুবই সন্তুষ্ট। তৃতীয় সপ্তাহেও ভালো যাবে বলেই মনে হচ্ছে। ইতিমধ্যে আমরা ছবিটির শো আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট প্রযোজিত এই ছবির গল্প রচনা করেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। অভিনয়ে একে একে জ্বলজ্বল করছে দেশের প্রথম সারির অভিনয়শিল্পীদের নাম,জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া।
উৎস: Samakal
কীওয়ার্ড: ঈদ র স ন ম পর ব র
এছাড়াও পড়ুন:
বিএসইসির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (৬ আগস্ট) বিএসইসির উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএসইসির মুখপাত্র ও পরিচালক আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
বিএসইসির বিনিয়োগ শিক্ষা লিংক জাতীয় তথ্য বাতায়নে যুক্ত
সহযোগী কোম্পানির মালিকানা বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
উদ্বোধনী বক্তব্য শেষে চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কমিশনার, নির্বাহী পরিচালক, পরিচালক ও কর্মকর্তা–কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব’ উদযাপন কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ ও প্রজন্মবান্ধব পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএসইসি।
ঢাকা/এনটি/এসবি