ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল আর্জেন্টাইনদের, এরপর কারা
Published: 23rd, June 2025 GMT
ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ খেলেছে সব দল। চারটি দলের দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিতও হয়ে গেছে। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হয়েছে সাতটি দলের। শেষ ষোলোর অন্য ১২টি জায়গার জন্য লড়াইয়ে আছে ২১টি দল।
শেষ ষোলোতে ওঠার মতো জমজমাট সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইও। ৩টি করে গোল করে এখন পর্যন্ত শীর্ষে আছেন চারজন। বেনফিকার আনহেল দি মারিয়া, বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা ও মাইকেল ওলিসে এবং জুভেন্টাসের কেনান ইলদিজ আছেন গোল করাদের তালিকার শীর্ষে। ১১ জন খেলোয়াড় করেছেন ২টি করে গোল। ৬১ জন করেছেন ১টি করে গোল।
সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াই জমজমাট হলেও গোলের আরেকটি হিসাবে একচ্ছত্র আধিপত্য আর্জেন্টাইনদের। বাংলাদেশ সময় সোমবার সকাল পর্যন্ত ৩২ ম্যাচে গোল হয়েছে ৯৯টি। এই ৯৯ গোলের ১৬টি করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। ১০ গোল করে এরপরই আছেন ব্রাজিল ও জার্মানির খেলোয়াড়েরা।
আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৩ গোল দি মারিয়ার। ইন্টার মিলান ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ করেছেন ২ গোলে। ১১ জন আর্জেন্টাইন করেছেন ১টি করে গোল। তাঁদের মধ্যে সবচেয়ে বড় নামটা লিওনেল মেসি। পোর্তোর বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে এ ছাড়া ১টি করে গোল করেছেন নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ক্লদিও এচেভেরি (ম্যানচেস্টার সিটি), হুয়ান পাবলো ফ্রেইতেস (ফ্লুমিনেন্স), এনজো ফার্নান্দেজ (চেলসি), ভালেন্তিন কারবোনি (ইন্টার মিলান), হোসে মানুয়েল লোপেজ (পালমেইরাস), রদ্রিগো বাত্তালিয়া (বোকা জুনিয়র্স), মাক্সিমিলিয়ানো মেজা, সেবাস্তিয়ান দ্রিউসি, ফাকুন্দো কলিদিও (রিভার প্লেট)।
ব্রাজিলিয়ানদের মধ্যে সর্বোচ্চ ২ গোল করেছেন বোতাফোগোর ইগর জেসুস। ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে ১টি করে গোল করেছেন লুকাস রিবেইরো (মামেলোদি), লুইস আরাউজো, ব্রুনো হেনরিক, ওয়ালেস ইয়ান, দানিলো (ফ্ল্যামেঙ্গো), জেইর কুনিয়া (বোতাফোগো), কেনো ও নোনাতো (ফ্লুমিনেন্স)।
আরও পড়ুনক্লাব বিশ্বকাপে গরম আর ঝড়–বৃষ্টিই শিরোনাম, ২০২৬ বিশ্বকাপে কী হবে২২ জুন ২০২৫ফরাসিদের মধ্যে সর্বোচ্চ ৩ গোলে বায়ানের মাইকেল ওলিসের। ২ গোল করে করেছেন বায়ার্নের কিংসলি কোমান ও জুভেন্টাসের কোলো মুয়ানি। ১টি করে গোল করেছেন সাচা বোয়ি (বায়ার্ন), রায়ান শের্কি (ম্যান সিটি) ও সেনি মায়ুলু (পিএসজি)।
৩ গোল করেছে বেনফিকার আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়া.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন র গ ল কর ছ ন ব শ বক প
এছাড়াও পড়ুন:
বিচারকের ছেলে হত্যা মামলার আসামি লিমন পাঁচ দিনের রিমান্ডে
রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়ার (৩৪) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম। শুনানি শেষে আদালত লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুনরাজশাহীতে বিচারকের ছেলের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে: ময়নাতদন্ত শেষে চিকিৎসক১৪ নভেম্বর ২০২৫গাজিউর রহমান বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ লিমন মিয়াকে হাসপাতাল ত্যাগের অনুমতি দেয়। এরপর তাঁকে আদালতে হাজির করা হয়। পরে বেলা ২টার দিকে তাঁকে আদালতে তোলা হয়। রিমান্ড মঞ্জুরের পর আদালত থেকে তাঁকে রাজপাড়া থানায় নেওয়া হয়েছে। সেখানে তাঁকে ওই ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ বলছে, গত বৃহস্পতিবার রাজশাহী শহরের তেরখাদিয়া ডাবতলা এলাকায় ওই বিচারকের বাসায় যান গাইবান্ধার ফুলছড়ির বাসিন্দা লিমন মিয়া। এরপর তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমানকে (১৫) ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করেন। লিমনের ছুরিকাঘাতে ওই বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও (৪৪) আহত হন। এসব ঘটনার সময় ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে লিমনও আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গতকাল শুক্রবার লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন বিচারক মোহাম্মদ আবদুর রহমান। আসামি এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিতভাবে ঘটিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনরাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের স্কুলপড়ুয়া ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত১৩ নভেম্বর ২০২৫