সাপকে পোষ মানাতে পারলেন না, উল্টো ছোবলেই গেল প্রাণ
Published: 6th, July 2025 GMT
হাঁড়ির মধ্যে বিষধর সাপ। হাতে লাঠি। মুখে গান। গানের ফাঁকে ফাঁকে মো. শাকিল (২৫) নামের এক তরুণ বলছেন, ‘উত্তর, দক্ষিণ, পূর্ব-পশ্চিমে যাবি না, আকাশে–পাতালে কোত্থাও যাবি না।’ কিন্তু সাপ কি আর পোষ মানে। সে ফোঁস করে ছোবল মেরে বসল শাকিলকে। গত শনিবার বিকেলে ভোলার মনপুরার মেঘনাপারে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে শাকিলকে উদ্ধার করে নিয়ে যান ওঝার কাছে। ওঝা বিষ নামান। তাতেও তিনি সুস্থ হন না। অবশেষে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না। আজ রোববার ভোররাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরিবারে নেমে আসে শোকের ছায়া।
শাকিল মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন মাঝির ছেলে। খেলাচ্ছলে বিষধর গোখরা সাপকে পোষ মানাতে গিয়ে সাপের কামড়েই তাঁর মৃত্যু হয়।
ভিডিওতে শাকিল বলছেন, ‘যে করে ঠাট্টা, তাঁকে কামড় দিবি আটটা। যে করে চলতে মানা, তার চোখ করবি কানা।’ তিনি আবার কাছে গিয়ে ঠাট্টাচ্ছলে বলেন, ‘শঙ্খমালা, তোর দেহ কালা।’ একটু সুর করে গান ধরেন। পাকা সাপুড়ের মতো সাপের সামনে হাত ঘোরান। গান করেন। আবার সে দৃশ্য ভিডিও করে আরেকজন। বাবা–মা পাশ থেকে ভিডিও করতে নিষেধ করেন। খেলা করতে নিষেধ করেন। তবু তিনি একটি লাঠি সাপের মাথায় ঘোরাতে থাকেন। লাঠি দেখে সাপটি আরও রেগে যায়। মস্ত ফণা ধরে। আবার ঢাকনি দিয়ে ঢেকে রাখেন। গত ১৫ দিন আগে সাপটি ধরে এনে এমনভাবে পোষ মানাতে চেষ্টা করেন তিনি।
শাকিলের পরিবার জানায়, ১৫ দিন আগে স্থানীয় মোয়াজ্জেম সৈয়াল নামে জনৈক ব্যক্তির বাড়ি থেকে শাকিল সাপটি ধরে এনে লালন-পালন করেন। পোষ মানাতে চেষ্টা করেন। সাপটি বিষধর হওয়া সত্ত্বেও তিনি সেটিকে নিয়ে খেলায় মেতে থাকেন। শনিবার বিকালে বেড়িবাঁধ এলাকায় নিয়ে সবার সামনে খেলা দেখাতে গেলে উৎসুক জনতার সামনে তাঁর পায়ের ঊরুতে সাপটি কামড় দেয়। সাপে কামড় দেওয়া ক্ষতস্থানে মুখ দিয়ে চুষে বিষ নামান। বিষ নেমেছে ভেবে সাপটিকে নিয়ে বাসায় আসেন। এর কিছুক্ষণ বাদে অসুস্থ বোধ করেন তিনি। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাঁর পায়ে রশি বেঁধে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। ওঝা বিষ নামালে তিনি পায়ের বাঁধনটি খুলে দেন। কিন্তু তাঁর শরীরের যন্ত্রণার ছটফটানি কমে না। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে আজ রোববার রাত চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবীর বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মনপ র
এছাড়াও পড়ুন:
লোহিত সাগরে জাহাজে হামলা
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূল লাগোয়া লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সির (ইউকেএমটিও) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, রোববার লোহিত সাগরে ওই জাহাজ লক্ষ্য করে অন্তত আটটি ছোট নৌকা থেকে গুলি এবং রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।
সংস্থাটি বলেছে, এই ঘটনায় জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি চালিয়েছেন। তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিওও অ্যামব্রে বলেছে, ইয়েমেনের হোদাইদা বন্দর থেকে ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে রোববারের এই হামলার ঘটনা ঘটেছে। তবে ব্রিটিশ এই দুই সংস্থা আক্রান্ত জাহাজের নাম প্রকাশ করেনি।
চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে ওই অঞ্চলে এটিই এ ধরনের প্রথম হামলার ঘটনা।