বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঈনউদ্দিন কাদির।

এর আগে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে সাঈদ ওরফে চাঁদ মিয়া হত্যাচেষ্টা মামলায় আইভীর জামিন নামঞ্জুর করেন আদালত। ভার্চ্যুয়ালি কাশিমপুর মহিলা কারাগার থেকে রিমান্ড শুনানিতে অংশ নেন আইভী।

আরও পড়ুনপোশাকশ্রমিক হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী২৫ মে ২০২৫

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে সাঈদ হত্যাচেষ্টা মামলায় জামিন নামঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত।

আইভীর পক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘উচ্চ আদালতে জামিন শুনানির তারিখ ধার্য থাকলেও নিম্ন আদালতে আইভীর রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা তাঁর রিমান্ডের বিরোধিতা করেছি। হত্যাচেষ্টা মামলায় জেলা ও দায়রা জজ আদালতে আইভীর জামিন নামঞ্জুর করেছেন।’

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্-বাংলা ব্যাংকের সামনে তুহিন মাথায় গুলিবিদ্ধ হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ১৩ সেপ্টেম্বর তুহিনের স্ত্রী আলেয়া আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, কায়সার হাসনাত, গোলাম দস্তগীর গাজী, সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীসহ ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়। ওই মামলার এজাহারে আইভীর ১১ নম্বর আসামি।

আরও পড়ুনহত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মেয়র আইভীকে কারাগারে প্রেরণ২৬ জুন ২০২৫

অন্যদিকে গত বছরের ১৯ জুলাই সদর উপজেলার দেলপাড়া এলাকায় এসবি গার্মেন্টসের সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর শ্যালক তানভীর আহমেদের নির্দেশে সাঈদ ওরফে চাঁদ মিয়ার ডান পায়ে গুলি করার অভিযোগে ফতুল্লা থানায় আরেকটি হত্যাচেষ্টা মামলা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১২০ জনকে আসামি করা হয়।

৯ মে সকাল পৌনে ছয়টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাড়ি থেকে সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা আইভীকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। গত বছরের ২০ জুলাই পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাঁর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ মোট ছয়টি মামলা আছে।

আরও পড়ুনদুই দিনের রিমান্ড শেষে সাবেক মেয়র আইভী কারাগারে২৯ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ হত য চ ষ ট গত বছর র আইভ র

এছাড়াও পড়ুন:

হত্যা মামলায় আইভী রিমাণ্ডে, অন্য মামলায় জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের পুলিশ রিমাণ্ড দিয়েছেন আদালত। একই সাথে অন্য আরেকটি হত্যাচেষ্টা মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (৭ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা রিকশাচালক মো. তুহিন হত্যা মামলায় সাতদিনের রিমাণ্ড আবেদন করলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির এ আদেশ দেন। 

তার আগে, ফতুল্লা থানার মো. সাইদ ওরফে চাঁদ মিয়া হত্যাচেষ্টা মামলায় জামিন আবেদন করলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ জামিন আবেদন নামঞ্জুর করেন। 

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন। 
মামলার নথিসূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশা চালক মো. তুহিন। পরে ১৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম।

ওই হত্যা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৯ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। আইভী এ মামলার ১১ নম্বর এজাহারনামীয় আসামি।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, উচ্চ আদালতে মামলাটা বিচারাধীন আছে। আমরা আদালতে এটা উপস্থাপন করেছি। আদালত রাষ্ট্রপক্ষের শুনানি গ্রহণ করে উচ্চ আদালতের বিচারাধীন মামলায় দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন। এটা আমার ওকালতি জীবনে প্রথম দেখলাম।

তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোন উল্লেখ নেই। আইভীর বিরুদ্ধে কোন ধারায় অভিযোগের বর্ণনা নেই। রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আমরা নামঞ্জুর আবেদন করেছিলাম।

আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই সাথে আরেকটি হত্যাচেষ্টা মামলায় আইভীর জামিন আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, একটি হত্যা ও আরেকটি হত্যার চেষ্টা মামলায় আইভী এজাহারনামীয় হুকুমের আসামি রয়েছেন। আদালত হত্যা মামলায় দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। 
এর আগে, গত ৯মে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইভীর বিরুদ্ধে হত্যাচেষ্টা, হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মোট ছয়টি মামলা আছে। একে একে ছয়টি মামলাতেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে আছেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জের সকল গ্লানি ও দূর্নাম মুছে ফেলতে হবে : গিয়াসউদ্দিন
  • জাল জালিয়াতি মামলায় জামিন পেলেন আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান 
  • নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির সাথে খেলাফত মজলিসের শুভেচ্ছা
  • ফ্যাসিস্টের দোসররা চান না মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক : ডা. রফিকুল
  • প্রত্যেক নাগরিকের উচিৎ একটি হলেও গাছ রোপণ করা :  মাও. জব্বার
  • হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী
  • মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি'র সদস্য ফরম বিতরণ 
  • 'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচি বাস্তবায়নে জালকুড়িতে বৃক্ষ রোপণ
  • হত্যা মামলায় আইভী রিমাণ্ডে, অন্য মামলায় জামিন নামঞ্জুর