আর্লিং হলান্ড মানেই ফুটবল মাঠে গতি আর নিখুঁত ফিনিশিংয়ের প্রদর্শনী। কিন্তু মাঠের বাইরে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের আরও একধরনের গতির নেশা আছে। সেটা হলো রাস্তায় বিলাসবহুল গাড়ি চালানোর নেশা। তবে হলান্ডের জন্য বিষয়টা এখন শুধু শখের পর্যায়ে আটকে নেই।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, নরওয়েজীয় এই স্ট্রাইকার গাড়ির নেশাকে এখন উচ্চ–অকটেনসম্পন্ন এক আসক্তিতে রূপান্তরিত করেছেন। যার পেছনে তিনি চলতি বছরে এরই মধ্যে ৫০ লাখ ইউরো বা ৬০ কোটি ৭৬ লাখ ইউরোর বেশি খরচ করেছেন।

২৫ বছর বয়সী হলান্ড প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। মৌসুম প্রতি তাঁর বেতন ৪৪৫ কোটি ৬৯ লাখ ৬৭ হাজার টাকা। আর এই উপার্জনের একটা অংশ তিনি খরচ করেছেন গাড়ির পেছনে। বলা হচ্ছে, হলান্ডের গ্যারেজে থাকা সুপার কারগুলো যেকোনো ধনী গাড়ি সংগ্রাহকের সংগ্রহকেও টক্কর দিতে পারে।

আরও পড়ুন৩০০ গোলে মেসি–রোনালদোর চেয়ে দ্রুততম হলান্ড২৭ জুন ২০২৫

তাঁর সর্বশেষ কেনা গাড়ি হলো ফোর্ড শেলবি এফ-১৫০ সুপার স্নেক স্পোর্ট। যার দাম দুই লাখ ইউরোর বেশি, যাতে আছে ৫ লিটার ভি৮ ইঞ্জিন। এটি ০ থেকে ৬০ মাইল গতিতে পৌঁছতে সময় নেয় মাত্র ৩.

৪ সেকেন্ড। কোনো ফুটবলারকে সাধারণত অনুশীলন শেষে এমন গাড়ি নিয়ে বের হতে দেখা যায় না। কিন্তু হলান্ড মোটেও গাড়ি নিয়ে লুকোছাপা করেন না। মাঠের মতোই মাঠের বাইরেও তিনি চান আগ্রহের কেন্দ্রে থাকতে।

যেমন গত সপ্তাহেও ম্যানচেস্টার সিটির প্রশিক্ষণ মাঠে হলান্ড হাজির হয়েছিলেন তাঁর চোখধাঁধানো নতুন গাড়ি নিয়ে। মার্কা বলছে, গত জানুয়ারিতে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি সই করার পর হলান্ডের গাড়ির নেশা আরও বেড়েছে। যে কারণে গাড়ির পেছনে তিনি বিনিয়োগও অনেক বাড়িয়ে দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে হলান্ডের গ্যারেজে জায়গা পেয়েছে কমলা রঙের পোর্শে ৯১১ জিটি৩ (প্রায় ২ লাখ ইউরো), হলুদ ফেরারি ৮১২ সুপারফাস্ট কনভার্টিবল (প্রায় ৩ লাখ ৫০ হাজার ইউরো) আর অ্যাস্টন মার্টিন ডিবিএক্স ৪x৪ (দাম প্রায় ৪ লাখ ইউরো)। তবে হলান্ডের সেরা সংগ্রহটি হচ্ছে বুগাতি ট্যুরবিলন। দুনিয়ার সেরা প্রযুক্তিতে তৈরি এই গাড়ির দাম ৫০ লাখ ইউরোরও বেশি।

আরও পড়ুনবিলাসবহুল গাড়ি কিনেই চলেছেন নেইমার, এবার কিনলেন পোরশের দ্বিগুণ দামের ফেরারি ১৪ মে ২০২৫

বিশেষ মডেলের এই গাড়িটির মাত্র ২৫০ ইউনিট তৈরি করা হয়েছে। এই গাড়িটিকে বিবেচনা করা হয় আধুনিক গাড়ি প্রযুক্তির এক অনন্য শিল্পকর্ম হিসেবে। ১ হাজার ৮০০ অশ্বশক্তির হাইব্রিড ভি১৬ ইঞ্জিনের এই বুগাতি ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছায় মাত্র ২ সেকেন্ডে, আর ২০০ কিলোমিটার গতি ছুঁতে গাড়িটির লাগে মাত্র ৫ সেকেন্ড।

গাড়ির পাশাপাশি হলান্ডের চোখ এখন নতুন মৌসুমেও। গত মৌসুমে সিটি কিছু জিততে না পারায় এবার প্রত্যাশার বেশ চাপ তাঁর ওপর। এখন সংগ্রহে থাকা গাড়ির মতো নিজের মাঠে নিজের ইঞ্জিনকে ক্ষুরধার ও গতিময় রাখতে পারলে, তা ম্যান সিটিকে নতুন মৌসুমে আশার বার্তাই শোনাবে। আগামীকাল শনিবার রাত ১০টা ৩০ মিনিটে উলভসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে হলান্ডের দল ম্যান সিটি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হল ন ড র ল খ ইউর

এছাড়াও পড়ুন:

রায় ঘোষণার পর জুলাই যোদ্ধাদের উচ্ছ্বাস

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সেই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

রায় ঘোষণার পরপরই হাইকোর্টের সামনে অপেক্ষারত জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভিন্ন স্লোগানে তারা রায়কে স্বাগত জানান।

এদিকে, রায় ঘোষণার পরে উল্লাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেন।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ