গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশ বিটিআরসির
Published: 9th, July 2025 GMT
১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন। জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে বিটিআরসি বুধবার (৯ জুলাই) অপারেটরদের এই নির্দেশনা দিয়েছে।
বিটিআরসি কার্যালয়ে ৮ জুলাই এক সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। জনসাধারণের আকাঙ্খা প্রতিফলিত করতে এবং ডিজিটাল স্বাধীনতা প্রচারের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
মোবাইল ফোন অপারেটরদের এসএমএসের মাধ্যমে এ বিষয়ে গ্রাহকদের আগাম জানানোর নির্দেশনা দিয়েছে বিটিআরসি। অপারেটরদের এই পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এবং দিবসটি পালনে সহায়তা করতে বিটিআরসি অনুরোধ করেছে।
আরো পড়ুন:
টেলিটক আধুনিকায়নের পরিকল্পনা, লক্ষ্য উন্নত সেবা
‘মার্চ ফর গাজা’: সোহরাওয়ার্দীতে অর্ধশতাধিক মোবাইল চুরি
২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। পাঁচ দিনের মাথায় ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হয়। আর ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়।
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে সেনা অভিযানে ৩২টি তাজা ককটেল উদ্ধার
রাজধানী ঢাকার মোহাম্মদপুরে সেনা অভিযানে বেশ কিছু বিস্ফোরক এবং ৩২টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে বসিলা আর্মি ক্যাম্প এক সংক্ষিপ্ত বার্তায় এই খবর জানায়।
এতে বলা হয়, রাত সোয়া তিনটায় ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। এই কর্মসূচি সরাসরি সম্প্রচার করার জন্য সাংবাদিকেরা উপস্থিত থাকতে পারবেন।
সংক্ষিপ্ত বার্তার সঙ্গে সেনাবাহিনী দুটি ছোট ভিডিও পাঠিয়েছে। একটিতে দেখা যায়, তিনজনকে আটক করে গাড়িতে তোলা হয়েছে। অন্য ভিডিওতে উদ্ধারকৃত বিভিন্ন জিনিস সাবধানে গাড়িতে তুলতে দেখা গেছে।