বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে আমরা নারায়ণগঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। 

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর  গ্রীনরোড পানি ভবনে মতবিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার,রূপগঞ্জ, সোনারগাঁও,বন্ধর ও সদর উপজেলার  নদী ও পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন আমরা  নারায়ণগঞ্জের সন্তান সংগঠনের নেতৃবৃন্দ।  

পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান উল্লেখিত বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন। এ সময় আমরা নারায়ণগঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা খন্দকার এম মাজহারুল হক  কাইজার, সভাপতি মোঃ মোক্তার হেসাইন,সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র জ র সন ত ন স উপদ ষ ট স গঠন র

এছাড়াও পড়ুন:

যাত্রী ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতের হানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের টহল গাড়িতে ডাকাতদল হানা দিয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আড়াইহাজার-বিশনন্দী সড়কের জালাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জে ডাকাতি-ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধে একটি সিএনজিচালিত অটোরিকশায় টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। গাড়িটি জালাকান্দি এলাকায় পৌঁছালে রামদা হাতে একদল ডাকাত আক্রমণ করে। ডাকাতি চেষ্টার বিষয়টি বুঝতে পেরে পাল্টা প্রতিরোধ করেন পুলিশ সদস্যরা। এ সময় গোপালদী তদন্ত কেন্দ্রের কনস্টেবল মারুফ ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তি করে ডাকাতের হাতে থাকা রামদাটি ছিনিয়ে নিতে সক্ষম হন। এরপর পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যান ডাকাত দলের সদস্যরা। ঘটনাস্থল থেকে ডাকাত দল পালিয়ে গেলেও ধস্তাধস্তিতে কনস্টেবল মারুফ সামান্য আহত হন।

আড়াই হাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘‘গভীর রাতে টহলরত পুলিশের সিএনজিচালিত অটোরিকশাকে সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে ডাকাত দল হামলা চালায়। পাল্টা প্রতিরোধ গড়ে তুললে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’’

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • না’গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন ডিসি রায়হান কবির
  •  সোনারগাঁয়ে গৃহবধূ রিয়া মনিকে গলা কেটে হত্যা, স্বামী আদিল আটক
  • নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
  • সোনারগাঁয়ে তরুণীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
  • নবাগত জেলা প্রশাসকের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়
  • রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আছাউল হক ভূঁইয়া স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • নারায়ণগঞ্জে ‘চোর’ সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি
  • যাত্রী ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতের হানা