ঢাকার ঐতিহ্য উদ্যাপন করতে প্রস্তুত ২৫০০ দৌড়বিদ
Published: 10th, July 2025 GMT
নিবন্ধিত দৌড়বিদদের হাতে ম্যারাথনের জার্সি, অংশগ্রহণকারী নম্বরসহ আনুষঙ্গিক জিনিসপত্র বিতরণের দিন ছিল গতকাল ১০ জুলাই। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত মিলনায়তনে নির্ধারিত বুথ থেকে এসব সংগ্রহ করতে দিনভর অনেক অংশগ্রহণকারী হাজির হয়েছেন। তবে সন্ধ্যায় গিয়ে দেখা গেল, ‘কিট’ বিতরণ আয়োজন রূপ নিয়েছে মিলনমেলায়।
দেশের নানা প্রান্ত থেকে রোমাঞ্চপ্রিয় দৌড়বিদেরা ছুটে এসেছেন। অনুসরণীয় দৌড়বিদদের কাছে পেয়ে পরিচিত হচ্ছেন কেউ কেউ। মিলনায়তনের বাইরে কফি আর বাকরখানির ব্যবস্থা ছিল, সেসব মুখে দিতে দিতেই গল্পে মশগুল ছিলেন অনেকে। এই উপস্থিতির কেউ অংশ নিচ্ছেন ২১ দশমিক ১ কিলোমিটার দৌড়ে, কেউ–বা ১৫ কিলোমিটার আবার কারও দৌড়ের দূরত্ব সাড়ে ৭ কিলোমিটার।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ২৪ বন্দি মুক্তি পাচ্ছে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে।”
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে শুক্রবার (২৮ নভেম্বর) এ তথ্য জানান।
আরো পড়ুন:
জাতীয় দলে বাইরে অস্থিরতা, ভেতরে ‘ওয়েল সেট’!
‘বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন’
আসিফ নজরুলের পোস্টটি হুবহু তুলে ধরা হলো, “আলহামদুলিল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যর মুখ দেখেছে। আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে।”
তিনি লিখেছেন, “ধন্যবাদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।”
উপদেষ্টা আরো লিখেছেন, “(উল্লেখ্য, এর আগে প্রাথমিকভাবে বন্দি ১৮৮ জনের সবাইকে গত বছর সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের কারণে)।”
ঢাকা/এসবি