কারখানা থেকে ছুটে এসে দেখলেন, আগুনে পুড়ছে ঘর
Published: 1st, December 2025 GMT
পোশাককর্মী রিমু আক্তার যে কারখানায় কাজ করেন, সেখান থেকে তাঁর বাসার দূরত্ব ছয় শ গজ। কাজের ফাঁকে হঠাৎ দেখেন চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। কারখানায় বেজে ওঠে অ্যালার্ম। বের হয়ে দেখেন কারখানার পাশে রেললাইন–সংলগ্ন কলোনিতে আগুনের লেলিহান শিখা। সেখানেই তাঁর বসতঘর। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সব পুড়ে ছাই হয়ে যেতে। পরনের শাড়ি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কোনো কিছুই রক্ষা করতে পারেননি পোশাককর্মী রিমু আক্তার।
আজ সোমবার সকাল পৌনে দশটার দিকে নগরের অক্সিজেন এলাকায় কেডিএস কারখানার পাশে রেললাইন–সংলগ্ন করিম কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রিমু আক্তারসহ অনেক পোশাককর্মী থাকতেন সেখানে।
রিমু আক্তার পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের সামনে বিলাপ করতে করতে প্রথম আলোকে বলেন, কারখানা থেকে দৌড়ে এসে দেখি সব শেষ। একটা কাপড়ও বের করতে পারিনি। বাসন, ডেকচি–পাতিল, জমানো টাকা সব পুড়ে গেছে।’
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে করিম কলোনিতে আগুন লাগে। পাশের কেডিএস কারখানা থাকায় আশপাশের লোকজন প্রথমে মনে করেছিলেন, সেখানে লেগেছে। কেডিএস কারখানায় কর্মীদের সতর্ক করে অ্যালার্মও বাজানো হয়। পরে কেডিএস কারখানার অগ্নিনির্বাপণকর্মী ও ফায়ার সার্ভিসের লোকজন বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কেডিএস কারখানার জুনিয়ার নির্বাহী (অর্থ) গাজী তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কারখানার পাশে ধোঁয়া দেখে প্রথমে অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয় কর্মীদের সতর্ক করতে। পরে দেখা যায়, পাশের কলোনিতে আগুন লেগেছে। কেডিএসের অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে শুরুতে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভান। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেডিএস চেয়ারম্যান আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নিচ্ছেন। ক্ষতিগ্রস্তদের বেশির ভাগই তাঁদের কর্মী।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫০টি ঘর পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে তিন লাখ টাকার। উদ্ধার হয়েছে এক কোটি টাকার সম্পদ।
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রিমু আক্তারের মতো ফাহিমা আক্তারের ঘরও। তিনি প্রথম আলোকে বলেন, ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই। খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে।
ঘরে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন আরেক পোশাককর্মী জিন্নাত আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী ও তিনি কারখানায় কাজে চলে যান সকালে। আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখেন পুড়ে সব ছাই। ঘরের মধ্যে ছিল তাঁর অসুস্থ আট বছরের ছেলে মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম আল ক প শ ককর ম আগ ন ল গ কল ন ত আগ ন ন
এছাড়াও পড়ুন:
উইন্ডোজ হালনাগাদ করে বিপাকে ব্যবহারকারীরা, সমস্যা সমাধানে যা করণীয়
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ নামানোর পর কম্পিউটার বা ল্যাপটপের লকস্ক্রিনে পাসওয়ার্ড লগইন আইকন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। নতুন হালনাগাদে ত্রুটি থাকার বিষয়টি স্বীকার করে মাইক্রোসফট জানিয়েছে, পিন, আঙুলের ছাপ বা অন্যান্য লগইন পদ্ধতি সক্রিয় থাকা সত্ত্বেও অনেক যন্ত্রে পাসওয়ার্ডের বাটন দেখা যাচ্ছে না।
ব্যবহারকারীদের অভিযোগ, গত আগস্টে প্রকাশিত কেবি ৫০৬৪০৮১ নন–সিকিউরিটি প্রিভিউয়ের হালনাগাদ ইনস্টল করার পর থেকে এ সমস্যা হচ্ছে। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ২৪এইচ২ ও ২৫এইচ২ সংস্করণ ব্যবহারকারীরা এ সমস্যার মুখোমুখি হচ্ছেন বেশি।
মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ নামানোর পর আইকন দেখা না গেলেও পাসওয়ার্ড লগইন ফিচার কার্যকর রয়েছে। লকস্ক্রিনে যেখানে বাটন থাকার কথা, সেখানে কারসর রাখলে লুকানো অপশনটি দেখা যাবে এবং সেখানে ক্লিক করে স্বাভাবিক নিয়মেই পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে। সমস্যা সমাধানের কাজ চলছে।
উইন্ডোজের সাম্প্রতিক হালনাগাদ ঘিরে অভিযোগ নতুন নয়। গত সেপ্টেম্বরে কেবি ৫০৬৪০৮১–এর কারণে ডিআরএম সুরক্ষিত ভিডিও ব্লুরে, ডিভিডি এবং ডিজিটাল টিভি অ্যাপে চালাতে গিয়ে স্ক্রিন কালো হয়ে যাওয়া, ভিডিও থেমে যাওয়া বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে মাইক্রোসফট ত্রুটিটির সমাধান করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া