জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে
Published: 16th, November 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই খাদিজাতুল কুবরাকে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গেছে।
এর আগে, আওয়ামী লীগের শাসনামলে করা ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় তিনি ১৫ মাস কারাভোগ করেন।
আরো পড়ুন:
জকসু: সর্বকনিষ্ঠদের ‘তরুণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের মনোনয়ন সংগ্রহ
জকসু নির্বাচন: স্বতন্ত্র থেকে ভিপি পদে মনোনয়ন নিলেন ছাত্রদল নেতা
রবিবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি মো.
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক সদস্য হিসেবে দায়িত্ব পালন, সাংগঠনিক তৎপরতা, সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন হিসেবে খাদিজাতুল কুবরাকে যুগ্ম-আহ্বায়কের পদে মনোনীত করা হয়েছে। তার মেধা, মনন এবং নিবেদিত অংশগ্রহণ জবি শাখা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি যোগ করবে বলে বিশ্বাস করে কেন্দ্রীয় ছাত্রদল।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ মনোনয়ন অনুমোদন করেছেন।
ছাত্রদল সূত্রে জানা গেছে, খাদিজাতুল কুবরা সোমবার (১৭ নভেম্বর) আসন্ন জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদপ্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করবেন। প্রাথমিকভাবে তিনি স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ করবেন। পরে তাকে প্যানেলে সংযুক্ত করা হবে। তবে এ ব্যাপারে শাখা ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় খাদিজাতুল কুবরা বলেন, “৫ আগস্টের আগে থেকেই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে ছাত্রদল। আর সরকার পতনের পর জবি ছাত্রদলই শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে। নারী শিক্ষার্থী হিসেবে ছাত্রদল আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। আমিও সংগঠনের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই—এই বিশ্বাস থেকেই ছাত্রদলে থাকা এবং কাজ করা।”
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “খাদিজা এক মাস আগে আমাদের দলের সদস্য ফরম পূরণ করেছিল। তার দলের প্রতি ভালো কার্যক্রম এবং বিগত ফ্যাসিস্টের সময় কারাবরণের কারণে এ পদ দেওয়া হয়েছে।
ঢাকা/লিমন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জকস জকস ছ ত রদল খ দ জ ত ল ক বর ছ ত রদল র
এছাড়াও পড়ুন:
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাসার সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি উপদেষ্টা রিজওয়ানা হাসান নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছেন দুর্বৃত্তরা। এ ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুনকারওয়ান বাজারে দুটি ককটেল বিস্ফোরণ, ঘটনাস্থল নিয়ে দুই থানার ঠেলাঠেলি১ ঘণ্টা আগে