শীতলক্ষ্যায় কচুরিপানা থেকে মানব কঙ্কাল উদ্ধার
Published: 10th, July 2025 GMT
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানার ভেতর থেকে এক মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকার খেলার মাঠ সংলগ্ন নদীপাড়ে স্থানীয়রা এটি দেখতে পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে কচুরিপানার ভেতর হাড়গোড় সদৃশ কিছু দেখতে পেয়ে তারা বিষয়টি থানায় জানান। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিশ্চিত হয়, এটি একটি পুরুষ মানব কঙ্কাল। পরে টঙ্গী নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়।
আরো পড়ুন:
রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত যুবকের লাশ
তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
তিনি আরো বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, কঙ্কালটি ১৫-২০ দিন আগের। দূর কোথাও থেকে কচুরিপানার সঙ্গে ভেসে এসেছে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দেশের সব থানায় বার্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।’’
টঙ্গী নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/রফিক/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ট্রেনের ছাদে উঠে পাহাড় দেখতে সীতাকুণ্ডে যাচ্ছিলেন, পড়ে যুবকের মৃত্যু
ফেনীর ছাগলনাইয়ায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার নিজকুঞ্জরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা আড়াইটার দিকে এ এলাকার রেলপথের পাশের ঝোপ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত যুবকের নাম মেহেদি হাসান (২৪)। তিনি ময়মনসিংহ জেলার সুরুজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, সকালে ঝোপে স্থানীয় বাসিন্দারা মেহেদির মরদেহ প্রথমে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে নিহত যুবকের পকেটে জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন পান। এরপর তাঁর মুঠোফোন থেকে নম্বর নিয়ে বন্ধুদের কল করা হয়। তখন মৃত্যুর কারণ জানা যায়।
নিহত যুবকের বন্ধু ও স্বজনদের বরাতে পুলিশ জানায়, শনিবার রাত সোয়া ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল ট্রেনের ছাদে মেহেদিসহ কয়েকজন এসেছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় দেখতে যাওয়া। তবে মহুরীগঞ্জে এলাকা অতিক্রম করার সময় মেহেদি ছাদ থেকে পড়ে যান। পরে বন্ধুরা তাঁকে ছাড়াই সীতাকুণ্ডে যান। পুলিশের ধারণা, গাছের কোনো ডালের সঙ্গে বাড়ি লেগে মেহেদি নিচে পড়ে যেতে পারেন।
জানতে চাইলে ফেনী রেলওয়ে পুলিশের (জিআরপি) ইনচার্জ উপপরিদর্শক দীপক দেওয়ান বলেন, এটি অপমৃত্যু, নাকি অন্য কোনো ঘটনা রয়েছে, সে বিষয়ে তদন্ত হচ্ছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।